Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স খোদেজা যোগদান করেই আবার বির্তকে

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স খোদেজার বিরুদ্ধে আবারও বির্তকের ঝড় উঠেছে। নানা অভিযোগে বদলী হয়ে যাওয়া বির্তকিত নার্স খোদেজা জগন্নাথপুরে এসে বির্তকিত কর্মকান্ডে জড়িয়ে পড়েছেন। জানা গেছে জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের পইলভাগ গ্রামের মনির মিয়ার স্ত্রী নেহারা বেগম (৪০) কে অসুস্থ অবস্থায় স্বজনরা শুক্রবার বিকেলে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্নে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা তাকে হাসপাতালের দ্বিতীয়তলায় নার্সের নিকট পাঠান। সেখানে নার্স খোদেজা বেগম চিকিৎসা করে রোগীর কাছে চার হাজার টাকা দাবি করেন। অনেক দরকষাকষির পর দরিদ্র ওই রোগীর স্বজনরা খোদেজাকে ১৫০০ টাকা দিয়ে হাসপাতাল থেকে ছাড়া পান। পরে রোগীর ভাই ইকড়ছই গ্রামের আজিম উদ্দিন গিয়ে কেন এত টাকা রাখা হয়েছে জানতে চান নার্স খোদেজার কাছে। তিনি সদুত্তর না দেয়ায় বিষয়টি তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নিকট বিচার প্রার্থী হলে নার্স খোদেজা ১ হাজার টাকা ফেরত দেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামস উদ্দিন আহমদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেছেন, অভিযোগ শুনে স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমওকে ঘটনাটি তদন্ত করার জন্য দায়িত্ব দিয়েছি।

Exit mobile version