Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে টাইলসের কাজে ‘অনিয়মের’অভিযোগে ভিডিও ‘ভাইরাল’

জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে টাইলসের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে।
গতকাল শনিবার স্বাস্হ্য কমপ্লেক্সের ১ম তলার সিড়ির টাইলসের কাজের অনিয়মের অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়।
আজ রোববার উপজেলা শ্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, স্বাস্হ্য কমপ্লেক্সের প্রথম তলার সিড়ির ( যে সিড়ির কাজের অনিয়মের অভিযোগ আনা হয়েছে) মেরামত সম্পন্ন হয়েছে। সিড়ির টাইলের কাজে অনিয়ম হয়েছে এ বিষয়ে জানতে চাইলে
টাইলসের কাজে দায়িত্বরত সাব কনট্রাক্টর পাবেল মিয়া বলেন, কাজে কোনো ধরনের অনিয়ম হয় নি। গতকাল শনিরার স্বাস্হ্য কমপ্লেক্সের সিড়িতে টাইলসের কাজ হয়। কাজ চলাকালে ওই সিড়ি দিয়ে ওপরের তলায় লোকজন যাতায়াত করেন। কাজ শেষ হওয়ার আগেই লোকজনের যাতায়াতের কারনে টাইলসের ক্ষতি হয়েছে।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল করা স্থানীয় বাসিন্দা আব্দুল কাদির বলেন, আমার এক আত্বীয় স্বাস্হ্য কমপ্লেক্সে অসুস্থ হয়ে ভর্তি রয়েছেন। তাকে দেখতে স্বাস্থ্য কেন্দ্রে যায়। নিচতলা থেকে দ্বিতয় তলায়
উঠার সময় সিড়িতে ওঠার সময় টাইলসগুলো খুলে যাচ্ছিল। সিড়ির টাইলসের পাট তুলে দেখা যায়. শুধু বালি দিয়ে একমত করে রাখা হয়েছে। এটি আমার নিকট অনিয়মে মনে হয়েছে। বিষয়টি  কর্তৃপক্ষের নজরে আনার জন্য ভাইরাল করা হয়েছে ভিডিওটি।
জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডা:মধু সুধন ধর জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন,
সুনামগন্জের হেলথ ইঞ্জিনিয়ার
 ডির্পাটমেন্টের তত্ত্বাবধানে ৭০ লাখ টাকা ব্যয়ে টাইলসের কাজ শুরু হয়েছে। কাজ সম্পন্ন হওয়ার পর আমাদের নিকট হস্তান্তর করা হবে।
সুনামগন্জের হেলথ ইন্জিনিয়ার ডির্পাটমেন্টের
সহকারি  ইঞ্জিনিয়ার মাহফুজ আলম
জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে  বলেন, টাইলসের কাজ চলাকালে লোকজনের যাতায়াতের কারণে  ক্ষতিগ্রস্থ হয়েছে। কাজে কোনো ধরনের অনিয়ম হয়নি। টাইলের কাজ পেয়েছেন ঠিকাদার পিনু মিয়া।
 ঠিকাদার পিনু মিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেন নি।
জগন্নাথপুর  রউপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মালুম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্খল পরির্দশন করে প্রাথমিকভাবে মনে হচ্ছে
কোন  অনিয়ম হয়নি । তারপরও বিষয়টি গুরুত্বসহকারে উপজেলা ইঞ্জিনিয়ার দিয়ে তদন্ত করা হবে।
Exit mobile version