Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর ঝড়বৃষ্টি বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার:; জগন্নাথপুরে ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এছাড়া একটি গবাদিপশুর মৃতে্যুও খবর পাওয়া গেছে।।
আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রচন্ড ঝড়বৃষ্টি বজ্রপাত,শিলাবৃষ্টির ঘটনা ঘটে। ঝড়বৃষ্টির পর থেকে সন্ধ্যাসাড়ে ছয়টায় এরিপোর্ট লেখা পর্যন্ত উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। শিলাবৃষ্টিতে ফসলের কোন ক্ষতি না হলেও বজ্রপাতে উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসি গ্রামে এক কলেজ ছাত্রের মৃত্যু ও কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের হাওরে একটি গবাদিপশু মৃত্যুর খবর পাওয়া গেছে।
এলাকাবাসী সূত্র জানায়, বুধবার দুপুরে মীরপুর ইউনিয়নের শ্রীরামসি গ্রামের আদরিছ মিয়ার ছেলে সিলেট মদনমোহন কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী স্থানীয় শ্রীরামসি বাজার থেকে বাড়ি ফেরার পথে পথিমধ্যে বজ্রপাতে আক্রান্ত হয়ে ঘটনাস্থলে মারা যায়। মীরপুর ইউনিয়নের চেয়ারম্যান জমির উদ্দিন বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছে। অপরদিকে কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের রিপন মিয়ার একটি গাভী স্থানীয় হাওরে বজ্রপাতের কবলে পড়ে মারা যায় বলে গাভীটির মালিক রিপন মিয়া জানিয়েছেন।
জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার বলেন,বুধবারের দীর্ঘসময়জুড়ে ঝড়বৃষ্টি ও সামান্য শিলাবৃষ্টি হলেও আমরা খোঁজ নিয়ে নিশ্চিত হয়েছি শিলাবৃষ্টিতে হাওরের ফসলের কোন ক্ষতি হয়নি। তবে ধানকাটায় ব্যাঘাতের সৃষ্টি হয়।
জগন্নাথপুর উপজেলা আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী আবুল কালাম জানান,ঝড়বৃষ্টিতে বিদ্যুতের লাইন ছিড়ে যাওয়ায় উপজেলার বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। তিনি বলেন, রাতের মধ্যে উপজেলা সদরে সংযোগ দিতে আমরা চেষ্ঠা করছি।

Exit mobile version