Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রসমাজের পরিচিতি সভা

জাতীয় ছাত্রসমাজ জগন্নাথপুর ডিগ্রি কলেজ শাখার নতুন আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্টিত হয়েছে । রোববার বিকেল ৪টায় জাতীয় পার্টি কার্যালয়ে এ সভা অনুষ্টিত হয় । জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি পৌর কাউন্সিলর মো. খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌর জাতীয় পার্টির আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুল ছত্তার, জাতীয় পার্টির প্রবীণ নেতা আতাউর রহমান আলতাব, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মো. দিলু মিয়া, পৌর জাতীয় পার্টি নেতা আখলিছ আলী, উপজেলা জাতীয় উলামা পার্টি নেতা শাহ মো. শানুর আলী, মীরপুর ইউপি জাপা নেতা আব্দুর রহমান, পাইলগাঁও ইউপি জাপা নেতা হারুনুর রশীদ । অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন জাতীয় ছাত্রসমাজ জগন্নাথপুর ডিগ্রি কলেজ শাখার আহবায়ক জাহেদ আহমেদ, যুগ্ম আহবায়ক সানি রায় পার্থ, যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল সাগর, যুগ্ম আহবায়ক অসিম দেব, সদস্য আলীম উদ্দিন রবিউল প্রমূখ। এসময় আহবায়ক কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিচিতি সভায় বক্তারা বলেন জাতীয় পার্টি একটি আদর্শ ও দেশের বৃহৎ রাজনৈতিক দল । আর ছাত্র সংগঠনের নাম হচ্ছে জাতীয় ছাত্রসমাজ । সাবেক রাষ্ট্রপতি এরশাদ দেশের কল্যানে ছাত্রদের সু-শিক্ষায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য তাদের হাতে কলম তুলে দিয়েছিলেন । আর অন্য দলগুলো নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য রাজনীতির নামে মেধাবী শিক্ষার্থীদের হাতে অস্ত্র তুলে দিয়েছে ফলে তাদের জীবন আজ অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে । এখন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতির নামে শুধুই অস্থিরতা । জাতীয় পার্টি সন্ত্রাসী রাজনীতি বিশ্বাস করে না উল্লেখ করে বক্তারা আরো বলেন ছাত্ররা হচ্ছে আগামীর দিনের কর্নধার । আদর্শ ছাত্র বিনির্মানে ছাত্রসমাজের গুরুত্ব অপরিসীম । লেখাপড়ার পাশাপাশি কলেজে সুশৃংখল রাজনীতির মাধ্যমে পল্লীবন্ধু এরশাদের আদর্শ বাস্তবায়নে নিজেকে দেশ সেবায় নিয়োজিত করতে হবে । পরে জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রসমাজের ২১ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটির অনুমোদিত কপি আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দেয়া হয় ।
প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version