Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর ডিগ্রী কলেজের দুই ছাত্রের উপর হামলার ঘটনায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর ডিগ্রী কলেজের দুই শিক্ষার্থীর উপর হামলার ঘটনার প্রতিবাদে ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।
রোববার সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পের ডিগ্রী কলেজের ছাত্র আদিল হাসানের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন শিক্ষার্থী রুহেল, আকমল, জাবির, দুদু, রনি রাজ, কাসেম, তাহা, সাইদুল, মুন্না, ফারজান, ফারজানা, তামান্না, সুমিতা প্রমুখ।
সভায় অনিদিষ্টকালের জন্য ক্লাব বর্জনের কর্মসুচী ঘোষনা করা হয়েছে। দুই শিক্ষার্থীর উপর হামলার বিচার দ্রুত করা না হলে শিক্ষার্থীরা কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি উচ্চারণ করা হয়।

প্রসঙ্গত, গতকাল শনিবার ডিগ্রী কলেজের নবীন বরণ অনুষ্টান শেষে বাড়ি ফেরার পথে জগন্নাথপুর ডিগ্রী কলেজের ছাত্র নাবিল ও রনিরাজের উপর কলেজ’র ১০/১৫ জনের একদল বহিরাগত হামলা চালিয়ে তাদের মারধর করেছে।

Exit mobile version