Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন

স্টাফ রিপোর্টার: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, নতুন প্রজন্মের শিক্ষার্থীরা অত্যন্ত সুভাগ্যবান। কারণ তোমরা এমন এক সময় এই বাংলাদেশে বসবাস করছ যখন বাঙ্গালী জাতি বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্ঞান বিজ্ঞানে নিজেদেরকে প্রতিযোগী করে তুলেছে। অথচ আমাদের মতো বৃদ্ধরা পরাধীনতার শঙ্খলে আবদ্ধ থেকে সংগ্রাম করতে হয়েছে। তিনি বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদেরকে বই ও শিক্ষা প্রতিষ্ঠানের ভবনের জন্য চিন্তা করতে হয় না। আমরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সুন্দর সুন্দর একাডেমিক ভবন নির্মাণ করছি। যাতে করে শিক্ষার্থীরা ভালোভাবে পড়ালেখা করতে পারে। বাঙ্গালী জাতীর গৌরবউজ্বল ইতিহাস ঐতিহ্যকে বুকে লালন করে তোমাদেরকে এগিয়ে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যেতে হবে। হাল ধরতে হবে সুন্দর সমৃদ্ধ বাংলাদেশের। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধন সরকার শিক্ষার উন্নয়নে সরকার সব কিছু করছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা দিয়েছেন প্রতিটি উপজেলায় একটি ডিগ্রী কলেজ ও উচ্চ বিদ্যালয় সরকারী করণের। মাননীয় প্রধানমন্ত্রী কোন কথা দিলে তিনি সে কথা রাখেন। আমরা জগন্নাথপুর ডিগ্রী কলেজকে সরকারী করণ ও অনার্স চালুসহ সবধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করতে বদ্ধ পরিকর। নানা জটিলতায় এমপিওভূক্তি আটকে থাকায় ডিগ্রীর স্তর এমপি হচ্ছে না বলেও তিনি বলেন। মন্ত্রী বলেন, আধুনিক বিজ্ঞান মনস্ক ও শিক্ষিত জাতি গঠনে করকার কাজ করছে। সবাইকে সংকীর্ণতার উর্দ্ধে উঠে তা বাস্তবায়ন করতে হবে। রবিবার সকালে মন্ত্রী জগন্নাথপুর ডিগ্রী কলেজে নবীনবরণ অনুষ্ঠানে যোগদিয়ে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জগন্নাথপুর ডিগ্রী কলেজ অধ্যক্ষ আব্দুন নুর এর সভাপতিত্বে ও প্রভাষক প্রতিভা রানী দাসের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর ডিগ্রী কলেজ গভনিং বডির সদস্য সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, কলেজ গর্ভনিং বডির সদস্য রেজাউল করিম রিজু, ডাঃ আব্দুল আহাদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা,জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি আজাদ আলী, আওয়ামীলীগ নেতা পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা আবুল কালাম রাজু। স্বাগত বক্তব্য রাখেন প্রভাষক বিজিত বৈদ্য, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, রনি আহমদ, মুহিবুর রহমান লিটু, মানপত্র পাঠ করেন জুনেদ আহমদ। পরে স্থানীয় শিল্পীবৃন্দের অংশ গ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।

Exit mobile version