Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর থানার এক দারোগার মাস্তানি,ক্ষুব্দ ব্যবসায়ীরা

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর থানার এ.এস.আই ফিরোজের মাস্তানীসুলভ ব্যবহারে ব্যবসায়ী ও পথচারীরা বিক্ষুব্ধ হয়ে উঠেছেন।জানা গেছে,শুক্রবার রাত ১২টার দিকে জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী মির্জা কাজল ব্যবসার কাজ শেষে বাজার থেকে বাড়ি ফেরার পথে জগন্নাথপুর-পাগলা সড়কের ইকড়ছই নামকস্থানে টহল পুলিশের দায়িত্বে থাকা এ.এস.আই ফিরোজ ব্যবসায়ী কাজলসহপথচারীদেরকে তাড়াতাড়ি বাজার থেকে চলে যেতে বলেন। এসময় ব্যবসায়ী ও পথচারীরা চলে যাবেন বলে জানালেও তিনি মাস্তানীসুলভ আচরনের মাধ্যমে পথচারীদের সাথে দুব্যবহার করেন। এসময় জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম এর বার্তা সম্পাদক সাংবাদিক আলী আহমদ এ.এস.আই ফিরোজকে কি হয়েছে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে তাঁর সাথেও কথা বলেন। পরে তিনি একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে চা খাওয়া থেকে চারজনকে আটক করে থানায় নিয়ে যান। বিষয়টি জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ মুরসালিনকে ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয়েছে। জগন্নাথপুর থানার ওসি মুহাম্মদ মুরসালিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি। কেন এ.এস.আই ফিরোজ এমন আচরন করলেন তা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। উল্লেখ্য জগন্নাথপুর থানার এ.এস,আই ফিরোজের বিরুদ্ধে এর আগেও মাস্তানিসুলভ আচরনের অভিযোগ রয়েছে। জগন্নাথপুর থানায় যোগদানের পর থেকে তিনি বির্তকিত কর্মকান্ডে জড়িয়ে পড়েছেন। তার বিরুদ্ধে ঘুষ দুনীতি ও ক্ষমতার অপব্যবহারের বিস্তর অভিযোগ রয়েছে।

Exit mobile version