স্টাফ রিপোর্টার: দেশের চলমান পরিস্থিতিতে যে সকল পুলিশ সদস্যরা নিহত হয়েছেন তাঁদের স্মরণে সারা দেশের পুলিশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের পক্ষ থেকে এক যুগে মোমবাতি প্রজ্বলন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাত ১০ টায় থানার হল রুমে মোমবাতি প্রজ্বলন শেষে থানা প্রাঙ্গণে নিহত পুলিশ সদস্যদের রূহের মাগফিরাত কামনায় এবং আহত পুলিশদের সুস্থতায় দোয়া করা হয়।
এসময় জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশংকর পালসহ থানার সকল পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।