Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর পৌরশহরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফের দখলের পাঁচতারা

সুনামগঞ্জের জগন্নাথপুরে ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত জগন্নাথপুরের এসিল্যান্ড ইয়াসির আরাফাতের নেতৃত্বে পৌরশহরের সদরে এ অভিযান পরিচালনা করে ফুটপাত দখল মুক্ত করা হয়।

স্থানীয়রা জানান, জগন্নাথপুর পৌশহরের শহরের জনগুরুত্বপূর্ণ টিএনটি এলাকার প্রধান সড়কের দুইপাশের ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠা করে গড়ে উঠে। এছাড়াও সড়কজুড়ে অবৈধ টমটম গাড়ির ও বিভিন্ন যানবাহনের ষ্ট্যান্ড স্থাপন করা হয়। সড়কজুড়ে এলোমেলোভাবে পড়ে থাকে এসব যানবাহন। ফলে যানজটসহ সড়কে সীমাহীন জনদুর্ভোগ পোহাতে হয় জনসাধারণকে।
গত বুধবার সন্ধ্যায় শহরের মুকিক্তযোদ্ধা মোড় এলাকা থেকে স্থানীয় পৌর পয়েন্ট এলাকা পর্যন্ত শহরের প্রধান টিএনটি সড়কের দুই পাশের অবৈধভাবে গড়ে ওঠা ফুটপাত ও নলজুর নদীরপাড় এলাকার স্থাপিত সবজিবাজার থেকে শতাধিক দোকানপাট ও স্থাপনা অপসারণ করা হয়।
এদিকে অভিযানের পর পর ফের দখলের পায়ঁতারা শুরু করলে আজ বৃহস্পতিবার দুপুরে আবারও স্থানীয় ভূমি অফিসের লোকজন তাদেরকে অপসারণ করে। তবে বিকেল মুক্তিযাদ্ধা মোড়ে  ফুটপাত দখল করে নেয় ফলদোকানদার।এমন দৃশ্য দেখা গেছে।

স্থানীয়রা জানিয়েছেন মাঝে মধ্যে অবৈধ দখলদারদের অপসারণ করা হলেও অভিযানের পর পরই আবার দখল হয়ে যায় ফুটপাত।
জগন্নাথপুরের এসিল্যান্ড ইয়াসির আরাফাত জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, জনদুর্ভোগ লাঘবে শতাধিক দোকানপাট ও স্থাপনা অপসারণ করা হয়েছে। এএধরনের অভিযান আমাদের অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

Exit mobile version