Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর পৌরসভার বাজেটে নাগরিকরা হতাশ

স্টাফ রিপোর্টার :

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। সোমবার জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ ৩৬ কোটি ৩০ লাখ ৮০ হাজার টাকার বাজেট ঘোষনা করেন। বাজেটে উন্নয়ন নিয়ে কোন নতুনত্ব না থাকায় নাগরিকরা হতাশ হয়েছেন। নাগরিকরা জানান, অত্যন্ত নিরিবিলি ও ঘরোয়া পরিবেশে নাগরিকদের অনুপস্থিতিতে বাজেট ঘোষনা কে কেন্দ্র করে নাগরিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। অতিরিক্ত করের বোঝা ও নাগরিক সুবিধা না থাকায় বাজেটে নাগরিকরা হতাশ। ১৯৯৯ সালে পৌরসভা গঠনের পর কাঙ্খিত নাগরিক সুবিধা নিশ্চিত না হলেও বাড়ছে করের বোঝা। কিছুদিন আগে পৌরসভায় সড়ক বাতি প্রদান করা হলেও অধিকাংশ বাতিগুলো আবার নষ্ট হয়ে গেছে।
জগন্নাথপুর পৌরসভার সচিব মোবারক হোসেন বলেন,পৌরসভার মেয়র অসুস্থতা জনিত কারনে যুক্তরাজ্যে ছিলেন।দেশে এসেই বাজেট সভায় যোগ দিয়েছেন।আমরা চেষ্ঠা করেছি নাগরিকদের নিয়ে বাজেটে সভা করতে। পৌরসভা দপ্তরের কাজ চলমান থাকায় অস্হায়ী কার্যালয়ে বাজেটে সভা করতে হচ্ছে।

জগন্নাথপুর উপজেলা নাগরিক ফোরাম আহ্বায়ক নুরুল হক বলেন, পৌরসভার বাজেটে আমরা হতাশ হয়েছি।  বাজেটের দাওয়াত না পাওয়ায় মনে কষ্ট পাইনি। বাজেটে নাগরিকদের সু্যোগ  সুবিধা না,থাকায় বাজেট নিয়ে হতাশ হয়েছি

 

Exit mobile version