Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর পৌরসভার ৩৬ কোটি ২১ লাখ ৮০ হাজার টাকার বাজেট পেশ

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ২০১৮-২০১৯ অর্থ বছরের বাজেট পেশ করা হয়েছে। জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ আব্দুল মনাফ সোমবার বিকেলে স্থানীয় সাংবাদিক ও পৌর নাগরিকবৃন্দের উপস্থিতিতে ৩৬ কোটি ২১ লাখ ৮০ হাজার টাকার বাজেট পেশ করেন। বাজেট রাজস্ব আয় ধরা হয়েছে ১ কেটি ৭১ লাখ ৮০ হাজার টাকা। উন্নয়ন আয় ধরা হয়েছে ৩৪ কোটি ৫০ লাখ টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬৯ লাখ ৩০ হাজার টাকা, উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩৪ কোটি ৫০ লাখ টাকা। উদ্বৃত টাকা হয়েছে ২ লাখ ৫০ হাজার টাকা। পৌর সচিব মোঃ মোবারক হোসেনের পরিচালনায় বাজেট পেশ অনুষ্টানে বক্তব্য রাখেন পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী, প্যানেল মেয়র মোঃ শফিকুল হক, প্যানেল মেয়র-2 মোঃ সুহেল আহমদ, কাউন্সিলর মোঃ গিয়াস উদ্দিন মুন্না, মহিলা কাউন্সিলর মিনা রানী পাল ও মোছাঃ নার্গিস ইয়াসমিন প্রমূখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার কর আদায়কারী মোঃ রশিদ আলী, সহকারী কর আদায়কারী মোঃ আব্দুস সালাম, সহকারী কর নির্ধারক মোঃ এলাইছ মিয়া, বাজার আদায়কারী বিমল চন্দ্র বনিক, সহকারী কর আদায়কারী অসিত চন্দ্র পাল, ষ্টোর কীপার রনজিত চন্দ্র শীল,লাইসেন্স পরির্দশক বিপ্লব চন্দ্র সরকার,নিন্মমান সহকারী রুবী রানী দেব,কার্যসহকারী পুলক রায় প্রমূখ। বাজেট বক্তব্যে পৌর মেয়র আলহাজ¦ আব্দুল মনাফ বলেন,একটি সুন্দর পরিচ্ছন্ন ও উন্নত পৌরসভা গঠনের লক্ষ্যে আমরা কাজ করছি। তিনি বলেন,নতুন করে কোন করআরোপ ছাড়াই নাগরিক সুবিধা বৃদ্ধি করতে আমরা এবার বাজেটে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। তিনি পৌরসভার উন্নয়নে নাগরিকদের সহযোগীতা কামনা করেন।

Exit mobile version