1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন

জগন্নাথপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডে কয়ছর এম আহমেদের উঠান বৈঠক অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

প্রেস বিজ্ঞপ্তি 

সুনামগঞ্জ-৩ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ এর সমর্থনে জগন্নাথপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডবাসীর  আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (৪ অক্টোবর) রাত ৮ টায় উত্তর জগন্নাথপুর প্রাইমারী স্কুল মাঠে উঠান ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল বারিকের সভাপতিত্বে ও বিএনপি নেতা সুবল দেবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী কয়ছর এম আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী ফ্রেরুয়াবী মাসে মহান জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে অবশ্যই বিএনপি সরকার গঠন করবে আর বিএনপি সরকার গঠন করলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে  আমাদের জগন্নাথপুর, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ ও  সিলেটসহ দেশজুড়ে উন্নয়ন হবে। দেশ ও জাতির কল্যাণে আপনারা বিএনপি কে সমর্থন করুন, সহযোগিতা করুন এবং বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সালাম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য সকল কে উৎসাহিত করার জন্য তিনি আহবান জানান।

বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুল মুকিত, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক এম এ মতিন, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক তকবুর মিয়া, পৌর বিএনপির সদস্য ফারুক মিয়া, পৌর বিএনপির সদস্য হাবিল মিয়া, পৌর বিএনপির নেতা মঈন উদ্দিন, ওয়ার্ড বিএনপির নেতা শাহান আলী, নছির মিয়া, রায়হান মিয়া, সায়েক মিয়া, ছায়াদ মিয়া, সুরাই দাস, সাজু আহমেদ, মৌলানা লায়েক আহমদ, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম খেজর, জগন্নাথপুর পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ইকবাল হোসেন, পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক হামজা আহমেদ, জগন্নাথপুর কলেজ ছাত্রদলের সহ-সহ-সভাপতি সাব্বির আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির নেতা শাহজান আহমেদ রুহেল। উঠান বৈঠকে বিএনপি আদর্শে অনুপ্রাণিত হয়ে কয়ছর এম আহমেদ কে ভালবেসে বাংলাদেশ জামাতে ইসলামির ৬নং ওয়ার্ডের সাবেক সভাপতি আব্দুল শহীদ, জামাত নেয়া হাফিজ জিল্লুলবিএনপিতে যোগদান করেন।উঠান বৈঠকে উপস্থিতি জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দীন মিটু, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক শামসুল ইসলাম, পৌর বিএনপির সদস্য আছকির আলী ((সাবেক চেয়ারম্যান), পৌর বিএনপির সদস্য রিপন মিয়া, জগন্নাথপুর উপজেলা বিএনপি সাবেক সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আলম, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিম, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রাসেল বক্স, পৌর যুবদলের আহবায়ক লিটন মিয়া, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক তারেক মিয়া, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসিম আহমেদ রুয়েল, পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমেদ, জগন্নাথপুর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মারজান আহমদ সহ ৬নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ সহ ৬ং ওয়ার্ডের জনসাধারণ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com