Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর বাঁধের কাজ শেষ না হওয়ার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার :
নির্ধারিত সময়ের মধ্যে হাওরের বোরো ফসলরক্ষা বেড়িবাঁধের কাজ শেষ না হাওয়ার প্রতিবাদে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে।
শনিবার দুপুরে জগন্নাথপুর পৌরসভার সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন কমিটির উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়।

হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন কমিটির সদস্য সাবেক পৌর কাউন্সিলর লুৎফুর রহমানের সভাতিত্বে ও
হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও জগন্মানাথপুর উপজেলা কমিটির সদস্য সচিব সাংবাদিক অমিত দেব এর সঞ্চালনায় মানবববন্ধনে বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, পৌরসভার প্যানেল মেয়র-২ সুহেল আহমদ,কৃষক নেতা আব্দুস শহিদ, নুরুল হক, সাংবাদিক আলী আহমদ,সমাজকর্মী অরুপ সরকার, কৃষক নেতা বকুল গোপ, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, সাংবাদিক গোবিন্দ দেব ছাত্রলীগ নেতা লিটু আহমদ, ছায়াদ আহমদ ভূঁইয়া, শ্রমিক নেতা মশাহিদ মিয়া, প্রমুখ।

মানববন্ধবকালে বক্তারা বলেন, সরকারি নির্দশনায় অনুয়ায়ী নির্ধারিত সময়ের মধ্যে হাওরের বাঁধের কাজ শেষ না হওয়ায় ফসল নিয়ে আমরা উদ্বিগ্ন। দ্রুত সময়ের মধ্যে বাঁধের কাজ শেষ না হলে আমরা আন্দোলনে নামবো।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম বলেন, ইতিমধ্যে হাওরের বাঁধের কাজ প্রায় ৮৫ ভাগ শেষ হয়েছে। আশা করছি শিগরিই নীতিমালা অনুয়ায়ী বাঁধের কাজ সম্পন্ন হবে।

প্রসঙ্গত, গত ১৫ ডিসেম্বর থেকে বাঁধের কাজ শুরু হওয়ার কথা থাকলেও নানা প্রতিবন্ধকতায় একমাস পর কাজ শুরু হয় জগন্নাথপুরে। ২৮ ফেব্রুয়ারি কাজ সমাপ্ত করার সময়সীমা নির্ধারিত ছিল।
এবার জগন্নাথপুরে ৫০টি প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মাধ্যমে ৫ কোটি টাকা ব্যয়ে বাঁধের কাজ চলছে।

Exit mobile version