স্টাফ রিপোর্টার – সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদর বাজারের প্রবীণ ব্যবসায়ী এক সময়ের তুখোড় সাংস্কৃতিক সংগঠক নাট্য অভিনেতা রায় স্টোরের কর্ণধার কৃষ্ণ পদ রায় (৭৮) আর নেই। সোমবার সকাল পৌনে ১০ টায় বাড়ীজগন্নাথপুর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে এক মেয়ে সহ অসংখ্য আত্বীয় স্বজন গুনগাহী রেখে গেছেন। পরে নিজ বাড়িতে শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। তাঁর মৃত্যুর খবর শুনে তাঁর দীর্ঘদিনের সহকর্মী বন্ধু স্বজন জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাকে শেষ দেখতে ছুঁটে আসেন। প্রয়াত কৃষ্ণ পদ রায়ের ছেলে তরুণ সমাজকর্মী কল্যাণ কান্তি রায় সানী জানান,তিনি গত চার মাস ধরে শারীরিক নানা সমস্যায় ভূগছিলেন। চিকিৎসকের পরামর্শে বাড়িতে ছিলেন। সোমবার সকাল ৯ টা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রবীণ এই ব্যবসায়ী এক সময়ের তুখোড় সাংস্কৃতিক সংগঠক নাট্যকর্মী হিসেবে জগন্নাথপুর উপজেলায় সুপরিচিত ছিলেন। জগন্নাথপুরের অন্যতম নাট্য সংগঠন নাট্যবানীর নাটকে অভিনয় শিল্পী হিসেবে কাজ করেছেন।তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জগন্নাথপুর উপজেলা শিল্পকলা একাডেমির সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষ পরিতোষ চক্রবর্তী শিবু,জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র সফিকুল হক, কাউন্সিলর কৃষ্ণ চন্দ, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফসর উদ্দিন ভূঁইয়া,সাধারণ সম্পাদক ধনঞ্জয় বণিক,জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক মশাহিদ আহমেদ ভূঁইয়া,যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মিয়া,শিক্ষক নেতা রূপক কান্তি দে,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রনয় কান্তি সূত্রধর, সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায় বাচ্ছু,উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সতীশ গোস্বামী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ সূত্রধর,হীরা মোহন দেব, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অমিত দেব,কেন্দ্রীয় শশ্মানঘাট উন্নয়ন ও পরিচালনা কমিটির সভাপতি বিভাস দে, সাধারণ সম্পাদক কাজল বণিক,কোষাধ্যক্ষ অরূপ সরকার প্রমুখ শোক প্রকাশকারীরা প্রয়াতের আত্মার শান্তি কামনা করে শোক সমতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।