স্টাফ রিপোর্টার-সুনামগঞ্জের জগন্নাথপুর- বেগমপুর সড়ক নদীর ভাঙ্গন থেকে রক্ষার দাবীতে বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।রবিবার বিকেল ৩টায় বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত যুব মজলিস পাইলগাও ইউনিয়ন শাখার আয়োজনে জগন্নাথপুর- বেগমপুর সড়কের বড়ফেচী এলাকায় রাস্তায় এ মানববন্ধন পালন করা হয়।
শত শত এলাকাবাসীর উপস্থিতিতে বিশাল মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ -৩ জগন্নাথপুর – শান্তিগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর এডভোকেট শাহীনুর পাশা চৌধুরী।
যুব খেলাফত মজলিস সুনামগঞ্জের সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী মারুফ এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কাতিয়া মাদরাসার মুহাদ্দিস মুফতি আব্দুর রহমান, মাদরাসার নাজিমে তালিমাত মুফতি ইমরান আহমদ, খেলাফত মজলিস সুনামগঞ্জের সাবেক সহ সভাপতি মাওলানা নুরুল আলম খান জাহাঙ্গীর, শ্যামারগাও মাদরাসার মুহতামিম মুফতি আকমল হোসেন, হাড়গ্রাম মাদরাসার মুহতামিম মাওলানা নুরুজ্জামান, কাতিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দু সোবহান, মুহাদ্দিস মাওলানা মঈন উদ্দিন, মুহাদ্দিস মাওলানা আব্দুল লতিফ, ৯ নং ওয়ার্ড খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা ফুজায়েল হামিদী। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোবাশ্বির আহমদ।
প্রধান অতিথির বক্তব্য সাবেক সংসদ সদস্য খেলাফত মজলিসের নায়েবে আমীর অ্যাডভোকেট মাওলানা শাহীনুুর পাশা চৌধুরী বলেন, জগন্নাথপুর- বেগমপুর সড়কটি একটি জনগুরুত্বপূর্ণ সড়ক। হয়রত মাওলানা শেখ এ কাতিয়ার রহঃ স্মৃতি ধন্য এ সড়কের পাশে অসংখ্য মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হাটবাজার রয়েছে। আমি যখন ২০০৫ সালে নির্বাচনে এসেছিলাম তখন শেখ এ কাতিয়া আমাকে ওয়াদা করিয়েছিলেন নির্বাচিত হলে এ রাস্তা দিয়ে যেন কাতিয়া মাদ্রাসায় যাতায়াত করা যায়। আমি নির্বাচিত হয়ে ৩০ কোটি টাকা ব্যয়ে মোকামের ঢালায় সেতু সহ এ রাস্তাটি বাস্তবায়ন করি। এরপর আর এই রাস্তায় কোন উন্নয়ন হয়নি। স্বাধীনতার ৫৪ বছরে আমরা উন্নয়ন বঞ্চিত।নির্বাচন এলে ভোটের জন্য এসে কত কথা বলা হয়। তিনি বলেন, আমি এখানে রাজনীতি করতে আসিনি। মানুষের সেবা করতে এসেছি। আমার দল খেলাফত মজলিস জনগুরুত্বপূর্ণ সড়কটি নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষা করতে মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। আমরা মানুষের মৌলিক অধিকারের জন্য কাজ করি।
পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসক কে দ্রুত বোর্ড মিটিং করে সড়কটি রক্ষার পদক্ষেপ গ্রহণের জন্য দাবি জানাই। তিনি বলেন আগামী সংসদ নির্বাচনে এ আসনে কমপক্ষে ১০/১২ জন সংসদ সদস্য প্রার্থী রয়েছেন আমি সবাইকে এখানে এসে মানববন্ধন করতে আহ্বান জানাই। সড়কটি রক্ষায় সবাই দলমতের উর্ধে উঠে ভূমিকা রাখলে এলাকার মানুষ উপকৃত হবে।
তিনি বলেন, দ্রুত পদক্ষেপ না নিলে সড়কটি কুশিয়ারা নদীতে বিলীন হয়ে যাবে।যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে উপজেলাবাসী। তিনি বলেন ২৬ কিলোমিটার এ সড়কে এখন যাতায়াত করতে দেড় ঘন্টা সময় লাগে। আমরা এসব দুর্ভোগের অবসান চাই। তিনি বলেন, সরকার এখন নাই বললেই চলে। ইলেকশন কবে হবে আদৌ হবেকীনা অনিশ্চয়তা রয়েছে। সরকারের নিকট দ্রুত সড়কটি রক্ষায় জোর দাবি জানান সাবেক এ সংসদ সদস্য।