Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট এবার ২৫ লাখ টাকার বৃত্তি বিতরণ করবে

স্টাফ রিপোর্টার ::
জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ১৯তম বৃত্তি বিতরণ ৮ মার্চ অনুষ্ঠিত হবে। এবার ৫ শতাধিক শিক্ষার্থীর মধ্যে ২৫ লাখ টাকার বৃত্তি বিতরণ করা হবে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষ সংবাদ সন্মেলনের লিখিত বক্তব্যে ট্রাস্টের সাধারণ সম্পাদক হাসনাত আহমদ এ তথ্য দেন। ট্রাস্টের চেয়ারম্যান এম এ নুরের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, প্রবীণ ট্রাস্টি নুরুল হক লালা মিয়া, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ভাইস চেয়ারম্যান ড,ছানোয়ার চৌধুরী, এখলাছুর রহমান, সাজ্জাদুর রহমান,,ছমির আলী, ছাদেকুর রহমান কোরেশী, অর্থ সম্পাদক আব্দুল হালিম, সাবেক অর্থ সম্পাদক আব্দুস শহিদ, ট্রাস্টি এম এ নুর,আব্দুল মছব্বির দুলু,মোহাম্মদ ইলিয়াস, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, যুগ্ম সাধারন সম্পাদক অমিত দেব, দৈনিক ইত্তেফাক পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাই, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি আলী আহমদ প্রমুখ।
ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক হাসনাত আহমদ চুনু জানান, ১৯৯৬ সালে যুক্তরাজ্য প্রবাসী জগন্নাথপুর উপজেলার বাসিন্দাদের নিয়ে এ ট্রাস্ট গঠন করা হয়। ২০০১সাল থেকে জগন্নাথপুর উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে আসছে। যার ধারাবাহিকতায় এবার ৫ শতাধিক শিক্ষার্থীদের মধ্যে ২৫ লাখ টাকার বৃত্তি প্রদান করা হবে। কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামে এবার বৃত্তি বিতরণী অনুষ্ঠান হবে।এতে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সাংসদ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান উপস্থিত থাকবেন।

সভায় ট্রাস্টি ছমির আলী ট্রাস্টের গবেষণা কেন্দ্রের পাশে তার মালিকানাধীন সাত শতক ভুমি ট্রাস্টের নামে দলিল করে দেয়ার ঘোষনা দেন। এর আগে বর্তমান সাধারণ সম্পাদক হাসনাত আহমদ চুনু ১৪ শতক ভুমি ট্রাস্টের,নামে লিখে দেন।

Exit mobile version