Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর ‘সে ফাউন্ডেশন’র উপদেষ্ঠা শুনু মিয়া’র ইন্তেকাল

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর আদর্শ কলেজে’র সাবেক অধ্যক্ষ, যুক্তরাজ্য প্রবাসী লেখক, রোটারিয়ান মুহাম্মদ শাহেদ রাহমানের পিতা জগন্নাথপুর উপজেলার ‘সে ফাউন্ডেশন’র উপদেষ্ঠা বিশিষ্ট সমাজসেবী জগন্নাথপুর উপজেলার শাহারপাড়া নিবাসী আলহাজ্ব আব্দুর রাহমান (শুনু মিয়া) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—-রাজিউন)। পায়ে আঘাতজনীত কারণে নগরীর পপুলার জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হলে অস্ত্রোপাচার শেষে শনিবার ভোরে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, সুইডেন প্রবাসী ১ পুত্র ও বৃটেন প্রবাসী ৩ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।এদিকে, মুহাম্মদ শাহেদ রাহমানের পিতার মৃত্যুতে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জের জেলা প্রশাসক ব্যারিষ্টার এনামুল কবির ইমন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা,জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়,সহ-সভাপতি তাজউদ্দিন আহমদ,এনামুল হক রেনু, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু,যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, সদস্য আলী আহমদ,জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের যুক্তরাজ্য প্রতিনিধি আমিনুল হক ওয়েছ গভীর শোক প্রকাশ করেছেন। পৃথক শোকবার্তায় তারা মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন

Exit mobile version