Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জঙ্গিবাজদের বিরুদ্ধে জগন্নাথপুরে মসজিদে মসজিদে জুম্মার খুতবায় বয়ান

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মসজিদে মসজিদে জুম্মার খুতবার আলোচনায় ইমামরা বলেছেন, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। বোমাবাজির মাধ্যমে মানুষ হত্যা ইসলাম অনুমোদন করে না। সকল প্রকার সন্ত্রাসী কার্যক্রলাপ পরিহার করে ইসলামের মর্মবাণী অনুধাবন করে কুরআন সুন্নাহর নির্দেশ মতে সবাইকে চলতে হবে। নবী করিম (সাঃ)’র আর্দশে অনুপ্রানিত হয়ে জীবন পরিচালিত করতে হবে। উপজেলা সদর জামে মসজিদের ইমাম মাওলানা আজমল হোসেন জামী তার বয়ানে বলেন, ইসলাম ও মুসলানদের বিরুদ্ধে গভীর সড়ষন্ত্র চলছে। এব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। ইসলাম সন্ত্রাসী কার্যক্রলাপ চালিয়ে মানুষ হত্যা সমর্থন করে না। সত্যিকারের মুমিন মুসলমান কখনো সন্ত্রাসী কার্যক্রলাপের মাধ্যমে মানুষ খুন করতে পারে না। তিনি, গুলশান রেস্তোরায় হামলার নিন্দা জানিয়ে বলেন, এধরনের সন্ত্রাসী কার্যক্রলাপ মেনে নেয়া যায় না। এসমস্ত সন্ত্রাসী কার্যক্রলাপের বিরুদ্ধে সবাইকে প্রতিবাদী হতে হবে। ইসলামের সুমহান শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের জীবন পরিচালনা করতে হবে। উপজেলা কোর্ট মসজিদের ইমাম মাওলানা বদরুল ইসলাম খুতবার পূর্বে তার বয়ানে বলেন, সারা বিশ্বে আজ মুসলমানরা নির্যাতিত। ইসলাম থেকে অনেকেই দূরে সরে গেছে। আমাদেরকে অব্যশই কুরআন সুন্নাহর নির্দেশমতে চলতে হবে। সকল প্রকার সন্ত্রাসী কার্যক্রলাপ পরিহার করে মহানবী (সাঃ) আর্দশে উদ্দুধ হয়ে ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে।

Exit mobile version