Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জটিলতা কাটেনি ভিসা মিলেনি ৫০০০ জনের

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: হজ ফ্লাইট পরিচালনার সময় বাকি মাত্র ১০ দিন। এ সময়ের মধ্যে ৪৯ হাজার ৩৭৭ হজযাত্রীকে সৌদি আরবে পাঠাতে হবে। তাই অল্প সময়ের মধ্যে এত বেশি সংখ্যক হজযাত্রী পাঠানো যাবে কিনা এনিয়ে শঙ্কিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সাউদিয়া এয়ারলাইন্স। যদিও এরই মধ্যে বিভিন্ন এজেন্সি শেষ বেলায় থার্ড ক্যারিয়ারে হজযাত্রী পরিবহনের দাবি তুলেছে। তারা বলছেন, ২৯টি বাতিল ফ্লাইটের বিপরীতে ফ্লিট পাওয়া গেছে মাত্র ১২টি ফ্লাইটের। তাই বিমানের বাকি যাত্রীদের সাউদিয়াতে পাঠাতে হবে। এজন্য বিমানের ৭০ কোটি টাকা ক্ষতি হবে। এর আগে বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দিক আহমেদ জানিয়েছিলেন, ফ্লাইট বাতিলের কারণে বিমানের ক্ষতি হবে ৪০ কোটি টাকা। তখন ফ্লাইট বাতিল ছিল ১৭টি। এটা এখন বেড়ে ২৪টিতে দাঁড়িয়েছে। বিমান সূত্রে জানা গেছে, যাত্রী সংকটের কারণে গতকাল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দুটি নিয়মিত হজ ফ্লাইট বাতিল করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট দুটির মধ্যে একটি ভোর ৬টা ৫ মিনিটের বিজি-১০৭৩ ও বেলা ১টা ২৫ মিনিটের বিজি-৫০৭৩ ঢাকা থেকে সৌদির উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। এছাড়া একই দিন ভিসা জমা দেয়ার শেষ দিন হলেও চার হাজার ৭৭৬ জন হজযাত্রীর পাসপোর্ট হজ কার্যালয়ে জমা পড়েনি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানান, হজযাত্রী সংকটের কারণে বিমানের দুটি নিয়মিত ফ্লাইট বাতিল করা হয়েছে। এভাবে ফ্লাইট বাতিলের কারণে বিমান আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর আগে গত ২৪শে জুলাই থেকে হজযাত্রী পরিবহন শুরু হয়। শুরুর দিকে পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় গত ২০ দিনে বিমান ও সাউদিয়া এয়ারলাইন্সের ২৯টি হজ ফ্লাইট বাতিল বা সময় পেছানো হয়েছে। এর মধ্যে বিমানেরই ২৫টি ফ্লাইট বাতিল হলো। হজ অফিস সূত্রে জানা গেছে, এ বছর হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৯৮। এর মধ্যে ১ লাখ ২২ হাজার ৪২২ জনের ভিসা হয়ে গেছে। ৪ হাজার ৭৭৬ জনের পাসপোর্ট এখনো জমা পড়েনি। এরা সৌদি আরবে হজে যেতে আর ভিসা পাবেন না। কারণ ভিসা আবেদন জমা দেয়ার গতকালই ছিল অফিসিয়ালি শেষদিন। এদিন দুপুর পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ৭৩ হাজার ৪৫ জন হজযাত্রী। আর ভিসা নিয়ে টিকিট কেটে সৌদিতে যাত্রার অপেক্ষায় আছেন ৪৯ হাজার ৩৭৭ হজযাত্রী। হজ ফ্লাইট সিডিউল অনুযায়ী, ২৬শে আগস্ট বিমান বাংলাদেশ ও ২৭শে আগস্ট সৌদি এয়ারলাইন্সের ঢাকা থেকে শেষ হজ ফ্লাইট পরিচালনা করার কথা। ফিরতি ফ্লাইট শুরু হবে ৬ই সেপ্টেম্বর ও শেষ ফিরতি ফ্লাইট ৫ই অক্টোবর। এ বছর চাঁদ দেখাসাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে ১লা সেপ্টেম্বর।

Exit mobile version