Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জনপ্রতিনিধিদের পাশে পেয়ে দুর্গত উপজেলা ঘোষনার দাবি কৃষকদের

স্টাফ রিপোর্টার:: শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ কৃষকদের পাশে উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন ও ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা। বৃহস্পতিবার তাঁরা উপজেলা পরিষদের মাসিক সভা স্থগিত করে সারাদিন ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষয়ক্ষতি পরির্দশন করে কৃষকদেরকে শান্তনা দেন। এসময় কৃষকরা কান্নায় ভেঙ্গে পড়েন। এবং দুর্গত এলাকা ঘোষনার দাবি জানান। কৃষকদের দাবির বিষয়টি উপজেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়নের আশ্বাস দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন ও ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা।

প্রসঙ্গত বুধবার রাতে শিলাবৃষ্টিতে উপজেলা নলুয়া ও মইয়ার হাওরের প্রায় ১২ হাজার হেক্টর বোরো ফসলের ক্ষতি হয়। এসব ক্ষয়ক্ষতিতে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। কৃষকরা জানান, এখনো যেসব ধান হাওরে রয়েছে অব্যাহত বৃষ্টির কারণে সেগুলো গোলায় তুলতে পারবেন কীনা সংশয় রয়েছে। ইতিমধ্যে পাউবোর বেড়িবাঁধ ঝুঁকির মধ্যে রয়েছে। জলাবদ্ধতার কারণে কৃষকরা পাকা ধান কাটতে পারছেন না। এদিকে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির, কৃষি অফিসার আসাদুজ্জামান ও চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়া, রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মজলুল হক ক্ষতিগ্রস্থ কৃষকদের শান্তনা দিয়ে হাওর পরির্দশন করলেও পাউবোর কর্মকর্তাদের দেখা মিলেনি।

Exit mobile version