Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষনা

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৩’ প্রদানের ঘোষণা করেছে সরকার। এর মধ্যে দেশীয় চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য কবরী সারোয়ার।

এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে গাজী রাকায়েত পরিচালিত ‘মৃত্তিকা মায়া’ সর্বোচ্চ ১৭টি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৪টি পুরস্কার পেয়েছে সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘পূর্ণ দৈঘ্য প্রেম কাহিনী’।

মঙ্গলবার তথ্য মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। অন্যান্য পুরস্কারের মধ্যে সেরা চলচ্চিত্র প্রযোজক ফরিদুর রেজা সাগর ও গাজী রাকায়েত [মৃত্তিকা মায়া]। প্রধান চরিত্রে সেরা অভিনেতা তিতাস জিয়া [মৃত্তিকা মায়া], প্রধান চরিত্রে সেরা অভিনেত্রী হয়েছেন যৌথভাবে অভিনেত্রী মৌসুমী [দেবদাস] ও শর্মিমালা [মৃত্তিকা মায়া]।

এছাড়া অন্যান্য ক্ষেত্রে সেরা পুরস্কার প্রাপ্ত ব্যাক্তিরা হলেন- সেরা পার্শ্ব অভিনেতা রাইসুল ইসলাম আসাদ [মৃত্তিকা মায়া], সেরা পার্শ্ব অভিনেত্রী অপর্ণা [মৃত্তিকা মায়া], সেরা খল অভিনেতা মামুনুর রশীদ [মৃত্তিকা মায়া], সেরা শিশু শিল্পী স্বচ্ছ্ব [একই বৃত্তে] শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার সৈয়দা অহিদা সাবরিনা [অর্ন্তধান], সেরা সঙ্গীত পরিচালক যৌথভাবে একে আজাদ [মৃত্তিকা মায়া] ও শওকত আলী ইমন। সেরা গায়ক চন্দন সিনহা ‘তুমি আছো বলে তারা নেভে জ্বলে….আমি নিস্ব হয়ে যাবো জানো না’ [পূর্ণদৈঘ্য প্রেম কাহিনী]। সেরা গায়িকা হয়েছেন যৌথভাবে রুনা লায়লা ‘এ জীবন ধুপের মতো গন্ধ’ [দেবদাস] ও সাবিনা ইয়াসমীন ‘ভালোবেসে একবার কাঁদালেনা আমাকে’ [দেবদাস]। সেরা গীতিকার কবির বকুল ‘তুমি আছো বলে তারা নেভে জ্বলে…আমি নিস্ব হয়ে যাবো জানো না’ [পূর্ণদৈঘ্য প্রেম কাহিনী]। সেরা সুরকার কৌশিক হোসেন তাপস ‘তুমি আছো বলে তারা নেভে জ্বলে…আমি নিস্ব হয়ে যাবো জানো না’ [পূর্ণদৈঘ্য প্রেম কাহিনী। সেরা কাহিনীকার গাজী রাকায়েত [মৃত্তিকা মায়া], সেরা চিত্রনাট্যকার গাজী রাকায়েত [মৃত্তিকা মায়া], সেরা সংলাপ রচয়িতা গাজী রাকায়েত [মৃত্তিকা মায়া], সেরা সম্পাদক মো. শরিফুল ইসলাম রাসেল [মৃত্তিকা মায়া], সেরা শিল্প নির্দেশক সাইফুল ইসলাম বাদল [মৃত্তিকা মায়া], সেরা শব্দগ্রাহক কাজী সেলিম [মৃত্তিকা মায়া], সেরা পোশাক ও সাজ-সজ্জা ওয়াহিদা মল্লিকা জলি [মৃত্তিকা মায়া] ও সেরা রুপসজ্জা মো আলী বাবুল [মৃত্তিকা মায়া]।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৩ প্রদানের তারিখ চূড়ান্ত হয়েছে বলে বিএফডিসি সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পুরস্কার তুলে দেবেন।

Exit mobile version