Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ট চেয়ারম্যান আকমল হোসেন ও শ্রেষ্ট শিক্ষিকা আলিমা খাতুন

স্টাফ রির্পোটার :: শিক্ষাক্ষেত্রে বিভিন্ন অবদানের জন্য জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৫ এর জন্য জেলা পর্যায়ের শ্রেষ্ট শিক্ষক/শিক্ষিকা বিদ্যালয় ব্যক্তি প্রতিষ্ঠান কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ট মনোনীতদের মধ্যে জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আকমল হোসেন শ্রেষ্ট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জগন্নাথপুর উপজেলার খাগাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা আলিমা খাতুন শ্রেষ্ট শিক্ষিকা হিসেবে মনোনীত হয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তার দপ্তর সূত্র জানায়, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৫ এর জন্য তাহিরপুর সাধেরখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবু মোহাম্মদকে শ্রেষ্ট শিক্ষক, সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে শ্রেষ্ট বিদ্যালয়, জামালগঞ্জ উপজেলার ঘাগটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এস এম সি সভাপতি আব্দুল মান্নান তালুকদারকে শ্রেষ্ট সভাপতি দোয়ারাবাজার উপজেলার টেংরাটিলার ফরিদ উদ্দিন আহমদকে শ্রেষ্ট বিদ্যুৎসাহী সমাজকর্মী সুনামগঞ্জ সদর উপজেলার শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শ্রেষ্ট কাব শিক্ষক,জেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী নিত্যানন্দ গোপকে শ্রেষ্ট কর্মচারী প্রাথমিক শিক্ষা প্রশাসন) বিশ্বম্ভরপুর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা অনুকুল চন্দ্র দাসকে শ্রেষ্ট সহকারী শিক্ষা কর্মকর্তা, জামালগঞ্জ উপজেলার শিক্ষা কর্মকর্তা নুরুল আলম ভূঁইয়া কে শ্রেষ্ট প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ কে শ্রেষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, দক্ষিন সুনামগঞ্জ উপজেলার জয়সিদ্ধ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ঝড়েপড়ার হার উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম হওয়ায় শ্রেষ্ট হিসেবে মনোনীত করা হয়।
সুনামগঞ্জের জেলা প্রশাসক ও শ্রেষ্ট শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা,কর্মচারী,ব্যক্তি প্রতিষ্ঠান বাছাই কমিটির সভাপতি শেখ রফিকুল ইসলাম স্বাক্ষরিতপত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

Exit mobile version