1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন

জামায়াতের এমপি প্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন খানের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

স্টাফ রিপোর্টার- সুনামগঞ্জ -৩ ( জগন্নাথপুর – শান্তিগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ইয়াসীন খান এর সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার বাদ মাগরিব জগন্নাথপুর পৌরসভার ৫ নাম্বার ওয়ার্ড জামায়াতের আয়োজনে আছিম নগর মোকামবাড়িতে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ইয়াসীন খান।


জগন্নাথপুর পৌর জামায়াতের সভাপতি আ হ ম ওয়ালি উল্ল্যাহর সভাপতিত্বে ও পৌর জামায়াতের সহ সেক্রেটারি জালাল আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের সহ সেক্রেটারী প্রিন্সিপাল আব্দুল কবির,
জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান, নায়েবে আমীর মাওলানা দরছ উদ্দিন, পেশাজীবি উপজেলা শাখার সভাপতি কবির উদ্দিন, পৌর পেশাজীবি শাখার সভাপতি আশরাফ হোসেন এনাম,
যুব বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান, ৫ নং ওয়ার্ড জামায়াতের সহ সভাপতি আব্দুল মুকিত, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারশের সহ সাধারন সম্পাদক আজিজুর রহমান, জামায়াত কর্মী হাবিবুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল হক শফিক। বৈঠকের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জামায়াত নেতা হাফিজ মাঈন উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ইয়াসীন খান বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী এদেশের মানুষের অধিকার আদায়ে রাজনীতি করে। তিনি বলেন জনকল্যাণে আমরা সব সময় মানুষের পাশে রয়েছি। আপনাদের ভালোবাসা নিয়ে জগন্নাথপুর শান্তিগঞ্জ উপজেলা কে একটি সমৃদ্ধ উপজেলায় রূপান্তর করতে চাই। জামায়াত ইসলামী বাংলাদেশের প্রতি আপনাদের আস্হা ও বিশ্বাস অক্ষুন্ন রাখতে আমরা বদ্ধপরিকর।


উল্লেখ্য উঠান বৈঠকে ৫ নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com