জগন্নাথপুর২৪ ডেস্ক::
জামালগঞ্জ উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে বাদশা মিয়া (৩০) নামে এক কাঠমিস্ত্রীর মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে কুদ্দুস আলী (২১) নামের আরেকজন গুরুতর আহত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে সাচনাবাজার ইউনিয়নে কুকড়াপশী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত বাদশা মিয়া এই গ্রামের মৃত আব্দুল লতিফ এর ছেলে। আহত কুদ্দুছ আলী একই গ্রামে মো. কালা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বাড়ীর একটি টিনসেড ঘরে অটোবাইক চার্জ করার জন্য বৈদ্যুতিক সংযোগ দেন অটোমালিক। শনিবার সকালে ঘরের কাজ করতে এলে অটোটিকে ঘর থেকে বের করার জন্য গেলে বিদ্যুতের সংযোগে হাত দেওয়া মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পাশের বাড়ীর কুদ্দুস আলী তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বাদশা মিয়ার স্ত্রী দ্রুত মেইন স্লুইচ বন্ধ করলে দুজনই ছিটকে পড়ে। এই ঘটনার পর আত্মীয়স্বজন তাদের উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই মারা যান বাদশা মিয়া।
কুদ্দুস আলীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মো. আব্দুন নাসের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।