জগন্নাথপুর২৪ ডেস্ক::
জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের জামালগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ইকবাল আল আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত দুইটায় জামালগঞ্জের সাচনা বাজারের বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
জামালগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বললেন, গেল ১০ ফেব্রুয়ারি বিশেষ ক্ষমতা আইনে জামালগঞ্জ থানায় দায়ের করা মামলায় তদন্তে প্রাপ্ত সম্পৃক্ত আসামী এবং এর আগে দ্রুত বিচার আইনে দায়ের করা আরেকটি মামলার সিআইডির চার্জশীটভুক্ত আসামী ইকবাল আল আজাদ।
ওসি জানান, ইকবাল আল আজাদকে আজ মঙ্গলবার বিকেলের মধেই আদালতে সোপর্দ করা হবে।