জগন্নাথপুর২৪ ডেস্ক ::
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই সনদ স্বাক্ষরের দিনই অনৈক্য তৈরি হয়েছে।’ তিনি বলেন, ‘সনদ বাস্তবায়নে সরকার কী পদক্ষেপ নেয়, সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
রোববার রাজধানীর বাংলামোটরে এনসিপি’র অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘গণভোট আগে বা নির্বাচনের দিন যেকোনো সময় হতে পারে। তবে সরকারের স্পষ্ট অবস্থান জরুরি। জুলাই সনদের আদেশ প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে জারি করতে হবে। যারা সনদ বা সংস্কারের পক্ষে নয়, তাদের সঙ্গে জোটে যাওয়ার কোনো মানে নেই। আমরা নিজেদের মতো প্রস্তুতি নিচ্ছি।’
সূত্র মানব জমিন