স্টাফ রিপোর্টার- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার
উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েের প্রধান শিক্ষক লিনা খানম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনীত হয়েছেন। আজ বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা পদক যাছাই বাছাই কমিটির ফলাফলে তাদেরকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনীত করা হয়।বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা পদক যাছাই বাছাই
কমিটির সভাপতি ও জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মকসুদ চৌধুরী ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা মোহন লাল দাস স্বাক্ষরিত ফলাফলে এ তথ্য নিশ্চিত করা হয়। সম্প্রতি উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনীত হয়ে জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেন তিনি। গত বছর উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেষ্ঠ বিদ্যালয় ক্যাটাগরিতে শ্রেষ্ঠ বিদ্যালয় মনোনীত হয়। এদিকে লিনা খানম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনীত হওয়ায় উপজেলার বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়।সেই সাথে বিভাগীয় পর্যায়ে সফলতার জন্য দোয়া কামনা করা হয়।
জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক জগন্নাথপুরের লীনা খানম
