Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জগন্নাথপুরে সৈয়দ শায়েক আহমদ সভাপতি সাধারণ সম্পাদক আব্দুল হক নির্বাচিত

স্টাফ রিপোর্টার-
রবিবার সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ২৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও জগন্নাথপুর ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অ্যাড. সৈয়দ শায়েক আহমদ। প্রতিদ্বন্দ্বি প্রার্থী অ্যাড. রবিউল লেইস রোকেস পেয়েছেন ৬৭ ভোট। সাধারণ সম্পাদক পদে ১৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন অ্যাড. আব্দুল হক। প্রতিদ্বন্দ্বি প্রার্থী অ্যাড. বদর উদ্দিন পেয়েছেন ২৮ ভোট, অ্যাড. প্রদীপ আচার্য সিন্টু ৪৩ ভোট ও অ্যাড. মিজানুর রহমান পেয়েছেন ১২২ ভোট। সহ সাধারণ সম্পাদক পদে অ্যাড. আবু মোহাম্মদ জালাল উদ্দিন আসপিয়া ২১৪ ভোট ও অ্যাড. পারভেজ আহমদ ১৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী অ্যাড. আলম নূর হীরা পেয়েছেন ১১৪ ভোট, অ্যাড. রজত কান্তি সরকার ১৩৮ ভোট। অর্থ সম্পাদক পদে অ্যাড. শাহীনুর রহমান শাহীন ২৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, প্রতিদ্বন্দ্বি প্রার্থী অ্যাড. গৌরাঙ্গ পদ দাস পেয়েছেন ১১০ ভোট।
এর আগে সমিতির সহ সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন অ্যাড. শফিকুল আলম ও অ্যাড. বশির উদ্দিন, পাঠাগার সম্পাদক পদে অ্যাড. আবুল বাশার, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক পদে অ্যাড. আব্দুল মজিদ (৩), সাহিত্য ও সাস্কৃতিক সম্পাদক পদে অ্যাড. সবিতা চক্রবর্তী, নির্বাহী সদস্য পদে অ্যাড. আসাদ উল্লাহ সরকার, অ্যাড. কাওসার আলী, অ্যাড. মল্লিক মো. মঈন উদ্দিন আহমদ, অ্যাড. ফরিদ উন নবী ও অ্যাড. মোহাম্মদ মানিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। জেলা আইনজীবী সমিতির সভাকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল
১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সন্ধ্যা ৭ টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. সোনাধন দাস। নির্বাচন কমিশনার ছিলেন অ্যাড. শামসুল হক ও অ্যাড. শামসুর রহমান।
জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাড. ড. খায়রুল কবির রুমেন ও এপিপি অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী। এদিকে জগন্নাথপুরের সন্তান জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা জগন্নাথপুর ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সৈয়দ শায়েক আহমদ জেলা আইনজীবি সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় তাকেসহ অাইনজীবি সমিতির সকলকে অভিনন্দন জানিয়েছেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সহ-সভাপতি তাজউদ্দিন অাহমদ, সেক্রেটার সানোয়ার হাসান সুনু,যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, সদস্য আলী আহমদ,সাংবাদিক আজহারুল হক ভূঁইয়া শিশু,আজিজুর রহমান।

Exit mobile version