Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রার্থী সাবেক ছাত্রনেতা তনুজ কান্তি দেব

রাজ শেখর বৈদ্য রাজু : আগামী ২৫ ফেব্রুয়ারি ১৮ বছর পর সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে। গত ১৮ বছরেরও বেশিরভাগ সময়েই জেলা আওয়ামী লীগের কার্যক্রম পরিচালিত হয়েছে ভারপ্রাপ্ত সভাপতি- সম্পাদককে দিয়ে। দলীয় জেলা নেতৃত্ব এবং জেলার সংসদ সদস্যদের মতভিন্নতার কারণে গত বছরের ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ৩ বার সম্মেলনের তারিখ হলেও শেষ পর্যন্ত হয়নি। এবার দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে সুনামগঞ্জের সম্মেলন করার উদ্যোগ নিয়েছেন সংশ্লিষ্ট দায়িত্বশীলরা। সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর বৈঠকে ফেব্রুয়ারিতেই ৬ জেলার সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে, এর মধ্যে সুনামগঞ্জের সম্মেলনের তারিখ হয়েছে ২৫ ফেব্রুয়ারি।
এই মূহুর্তে সুনামগঞ্জে আলোচনার মুল বিষয় জেলা আওয়ামীলীগের নেতৃত্বে কাঁরা আসছেন। সুনামগঞ্জের ইতিহাসে আজ পর্যন্ত ছাত্রলীগ থেকে কোন নেতৃত্ব আওয়ামীলীগে আসতে পারেনি। যার ফলস্রুতিতে মেধাবী নেতৃত্ব অকালে ঝড়ে যাচ্ছে। এবার সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্ধীতা করতে মাঠে রয়েছেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা স্বাধীন বাংলার প্রথম পররাষ্ট্র মন্ত্রী মরহুম আব্দুস সামাদ আজাদের আশির্বাদ পুষ্ট তারুণ্যের অহংকার তনুজ কান্তি দেব। জেলার হাজারো ছাত্রলীগ, যুবলীগ নেতা কর্মীর এখন একটাই চাওয়া এই মেধাবী, ত্যাগী, নির্যাতিত রাজপথের প্রিয়মুখ পরিক্ষিত তনুজ কান্তি দেবকে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করে জেলা আওয়ামীলীগকে শক্তিশালী করার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নেয়া। জেলা আওয়ামীলীগের দায়িত্বশীল পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, সভাপতি পদে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান,জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক পদে সাংসদে মোয়াজ্জেম হোসেন রতন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পদক পৌর মেয়র আইয়ুন বখত জগলুল, পিপি খায়রুল কবির রুমেন ও তনুজ কান্তি দেব। এছাড়াও জেলা পরিষদ প্রশাসক ব্যরিষ্টার এম এনামুল কবির ইমন ও সাবেক ছাত্রনেতা জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা উল্লেখযোগ্য দায়িত্বশীর পদ পেতে পারেন বলে আলোচনা রয়েছে। সন্মেলনে ইতিমধ্যে কয়েকটি প্যানেলের কথা আলোচিত হচ্ছে। তন্মধ্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানকে সামনে রেখে জেলার সকল জনপ্রতিনিধিরা বর্তমান দায়িত্বশীলদের বিরুদ্ধে প্যানেল দিতে মান্নান ও মানিক কে দিয়ে একটি প্যানেল দিতে পারেন। অপরদিকে বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট কে দিয়ে আরেক প্যানেল হতে পারে। এছাড়াও রাজনৈতিক চীলপ্রতিদ্বন্ধী জগলু -মুকুট প্যানেল নিয়ে আলোচিত হচ্ছে। আবার নুরুল হুদা মুকুট ও তনুজ কান্তি দেব কে নতুন প্যানেলে দেখতে চায় ছাত্রলীগের নেতাকর্মীরা।

Exit mobile version