Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জেলা আ.লীগের গণমিছিল

দেশরতœ শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২০০৪ সালের ২১শে আগস্টে বর্বোরোচিত গ্রেনেড হামলায় জড়িত আসামীদের ফাঁসি কার্যকর করার দাবিতে আলোচনা সভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা আ.লীগের আয়োজনে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা আ.লীগের সহ-সভাপতি অ্যাড. সফিকুল আলম। জেলা আ.লীগের কোষাধ্যক্ষ ইশতিয়াক শামীমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম.এনামুল কবির ইমন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. নান্টু রায়, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. হায়দার চৌধুরী লিটন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, জেলা আ.লীগের দপ্তর সম্পাদক নুরে আলম সিদ্দিকী উজ্জ্বল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড আবুল আজাদ রুমান, ত্রাণ বিষয়ক সম্পাদক শাহ আবু নাসের, সদস্য আতিকুল ইসলাম আতিক,
অ্যাড হাসান মাহবুব সাদী, জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল কাদির শান্তি মিয়া, যুগ্ম আহ্বায়ক জুনেদ আহমদ, সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক ভিপি মনিষ কান্তি দে মিন্টু, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক তৌফিক বাবু, জেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি এম.এ আরমান অপি প্রমুখ। আলোচনা সভা শেষে একটি গণ-মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Exit mobile version