Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু- পদ প্রত্যাশীদের জোর লবিং চলছে

বিশেষ প্রতিনিধি :: জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন হবে শীঘ্রই। কমিটিতে নিজেদের আধিক্য ধরে রাখার জন্য দুইপক্ষই ঢাকায় দায়িত্বশীলদের সঙ্গে দেখা করে দলে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। দুই পক্ষই বুঝানোর চেষ্টা করছেন,‘আওয়ামী লীগের নেতা কর্মীরা আমাদের সঙ্গেই আছেন।’ জেলার ৫ সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের নেতৃত্বাধীন অংশ এবং জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান ও জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুটের নেতৃত্বাধীন অংশও কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম হানিফের কাছে প্রস্তাবিত কমিটি তুলে দিয়েছেন।
মতিউর রহমান এবং নুরুল হুদা মুকুটের নেতৃত্বাধীন অংশের একজন নেতা বলেছেন,‘বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় ধানম-ির দলীয় কার্যালয়ে গিয়ে সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) আহমেদ হোসেনের সঙ্গে দেখা করেছেন। এসময় দলীয় নেতা জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শামীম, ধর্মপাশার আওয়ামী লীগ নেতা আলমগীর কবীর, আওয়ামী লীগ নেতা শংকর দাস, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, শামীম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের বাসভবনে গিয়ে বৈঠক করেন এই অংশের নেতারা।
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেন,‘দীর্ঘদিন ধরে সুনামগঞ্জের আওয়ামী লীগ যারা সংগঠিত করছেন, নুরুল হুদা মুকুটের নেতৃত্বে এরা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেনের সঙ্গে দেখা করে সাংগঠনিক অবস্থা জানিয়েছেন। আমার সঙ্গেও রাতে তারা বসেছিলেন। আমি বলেছি,‘আমরা ক্ষমতায় আছি, যারা ক্ষমতায় রয়েছে, তারা দলকে বিভক্ত করে রেখেছে, আমরা দল এবং সরকারের সমন্বয় ঘটিয়ে দলকে শক্তিশালী করতে চাই। দলের জেলা কমিটিতে প্রতিপক্ষকে মোকাবেলা যারাই করতে পারবে, তাদেরকেই যুক্ত করতে হবে।’
অন্যদিকে, দলীয় সংসদ সদস্যগণ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবিরের নেতৃত্বাধীন অংশও দফায় দফায় বৈঠক করে সংগঠনের পূর্ণাঙ্গ জেলা কমিটি কীভাবে হবে তা নির্ধারণ করছেন। শুক্রবার রাতেও এই অংশের দলীয় নেতাদের কেউ কেউ ঢাকায় গেছেন। আজ শনিবার ঢাকায় এ অংশের নেতারা বৈঠক করবেন বলে দলীয় একটি সূত্র জানিয়েছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন প্রসঙ্গে বলেছেন,‘আমরা দলীয় দায়িত্বশীল নেতৃবৃন্দদের বলেছি ৭৫’র পর আওয়ামী লীগকে যারা সংগঠিত করেছে, যারা বিভিন্ন সময় আওয়ামী লীগের সিদ্ধান্ত মেনে নৌকার পক্ষে থেকে দলীয় প্রার্থীকে বিজয়ী করার চেষ্টা করছে, যারা দলকে ভালবাসে, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক তাঁদের দিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।’
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন দুজনেই অবশ্য বলেছেন,‘আওয়ামী লীগের পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।’
প্রায় ২০ বছর পর সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন হয় গত বছরের ২৫ ফেব্রুয়ারি। সম্মেলনের পর কিছুদিন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক একসঙ্গে কর্মসূচী পালন করলেও গত বছরের ২৮ ডিসেম্বর জেলা পরিষদের নির্বাচনকে ঘিরে সভাপতি ও সাধারণ সম্পাদকের দুরত্ব তৈরি হয়। দলীয় সমর্থিত প্রার্থী ব্যারিস্টার এম এনামুল কবির ইমন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের বিরুদ্ধে ঐ সময় কেন্দ্রে নালিশও করেন।
এরপর থেকে সুনামগঞ্জের ৫ সংসদ সদস্য (সংরক্ষিত নারী আসনসহ) ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন একপক্ষে এবং জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট ও সুনামগঞ্জ পৌরসভার মেয়র, সংগঠনের জাতীয় কমিটির সদস্য আয়ুব বখ্ত জগলুল আরেক পক্ষের হয়ে কাজ করছেন।

Exit mobile version