Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জেলা পরিষদ নির্বাচনের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:: প্রথমবারের মতো অনুষ্ঠিত জেলা পরিষদের নির্বাচনে নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হলো আজ বুধবার (১৮ জানুয়ারি)।
শপথবাক্য পাঠ করিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই শপথবাক্য পাঠ অনুষ্ঠান সম্পন্ন হয়। জগন্নাথপুর উপজেলার তিন জন সদস্য শপথ গ্রহণ করেন। তাঁরা হলেন, সংরক্ষিত নারী সদস্য সাবিনা সুলতানা, ১০ নং ওয়ার্ড সদস্য মাহতাবুল হাসান সমুজ,১১নং ওয়ার্ড সদস্য সৈয়দ সাব্বির আহমদ ছাব্বির।

শপথবাক্য পাঠ করানোর আগে মন্ত্রী নির্বাচিত সদস্যদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে ব্যক্তি স্বার্থের ঊর্ধে থেকে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

সিলেট ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর নির্বাচিত ৫৫৮ জন সদস্যকেও শপথবাক্য পাঠ করানো হয়।
এরপর একই স্থানে সাড়ে ১১টায় শপথ নেন রংপুর, রাজশাহী, বরিশাল ও খুলনা বিভাগের ৬১১ জন সদস্য। মোট শপথ নেন ১ হাজার ১৬৯ জন।:: প্রথমবারের মতো অনুষ্ঠিত জেলা পরিষদের নির্বাচনে নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হলো আজ বুধবার (১৮ জানুয়ারি)।
শপথবাক্য পাঠ করিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই শপথবাক্য পাঠ অনুষ্ঠান সম্পন্ন হয়।

শপথবাক্য পাঠ করানোর আগে মন্ত্রী নির্বাচিত সদস্যদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে ব্যক্তি স্বার্থের ঊর্ধে থেকে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

সিলেট ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর নির্বাচিত ৫৫৮ জন সদস্যকেও শপথবাক্য পাঠ করানো হয়।
এরপর একই স্থানে সাড়ে ১১টায় শপথ নেন রংপুর, রাজশাহী, বরিশাল ও খুলনা বিভাগের ৬১১ জন সদস্য। মোট শপথ নেন ১ হাজার ১৬৯ জন।

Exit mobile version