স্টাফ রিপোর্টার-
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে জগন্নাথপুর উপজেলা নিয়ে গঠিত ৮ নং ওয়ার্ডে চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে বৃহস্পতিবার তাঁরা মনোনয়ন পত্র দাখিল করেন।সদস্য পদের প্রার্থীরা হলেন,সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সদস্য ও সাবেক জেলা পরিষদ সদস্য জগন্নাথপুর পৌর এলাকার ছিক্কা গ্রামের বাসিন্দা মাহাতাবুল হাসান সমুজ,সাবেক জেলা পরিষদ সদস্য উপজেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দা সৈয়দ তাছলিমুর রহমান দুলাল, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক শ্রীরামসি গ্রামের বাসিন্দা মোহাম্মদ সিরাজ উদ্দিন ও কলকলিয়া ইউনিয়নের পাড়ারগাঁও গ্রামের বাসিন্দা যুবলীগ নেতা হারুন মিয়া। জগন্নাথপুর উপজেলার একটি পৌরসভা ও আট ইউনিয়ন নিয়ে আট নং ওয়ার্ড অবস্হিত। ভোটার সংখ্যা ১১৭ জন। আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে জগন্নাথপুরের চারজনের মনোনয়ন দাখিল
