Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জ্বালানি তেলের দাম লিটারে ১৫ টাকা এবং ডিজেল লিটারে ৫ টাকা কমছে

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১০ থেকে ১৫ টাকা কমতে পারে। তবে ডিজেলের দাম কমতে পারে লিটারে ৪ থেকে ৫ টাকা। আর এটা আগামী ১০ দিনের মধ্যেই কার্যকর হবে।

বুধবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এমএস ও অকটেনসহ জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১০ থেকে ১৫ টাকা কমতে পারে। তবে দাম কম থাকায় ডিজেলের দাম লিটারে কমতে পারে ৪ থেকে ৫ টাকা।

প্রতিমন্ত্রী জানান, এখনও প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। আগামী ১০ দিনের মধ্যে পুনর্নির্ধারিত মূল্য কার্যকর হতে পারে।

এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কৃত্রিমভাবে জ্বালানি তেলের সংকট সৃষ্টি এবং বেশি দাম নেয়া পেট্রোল পাম্পগুলোর লাইসেন্স বাতিল করা হবে।

Exit mobile version