Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচন স্থগিত

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচন স্থগিত ঘোষণা করেছেন সুপ্রিম কোর্ট। কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ স্থগিত চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) করা আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই আদেশ দেন।
আগামী ১০ নভেম্বর টাঙ্গাইল-৪ (কালিহাতি) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণের নির্ধারিত দিন ছিল।
এর আগে সোমবার বিকালে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণে হাইকোটের নির্দেশের বিরুদ্ধে এ আবেদন করে ইসি।
আজ আবেদনটি গ্রহণ করে তা শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন চেম্বার বিচারপতি। ২ নভেম্বর এ বিষয়ে নিয়মিত বেঞ্চে শুনানির দিনও ঠিক করে দেয়া হয়। একই সঙ্গে নির্ধারিত ১০ নভেম্বর টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচন স্থগিত ঘোষণা করা হয়।
ইসির আইনজীবী ব্যারিস্টার ইয়াসিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

Exit mobile version