Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

টিকিট কেটে বাসে চড়লেন মন্ত্রী

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: যাত্রী বেশে বাসে ভ্রমণ করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে রাজধানীর আসাদগেট থেকে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) দোতলা বাসে চড়ে মতিঝিল যান তিনি।

বিআরটিসির বাসে যাত্রীদের সঙ্গে বসা একটি ছবি নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন ওবায়দুল কাদের।

মন্ত্রীর সঙ্গে থাকা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা আবু নাসের জানান, সকাল ৯টা ৫০ মিনিটে মন্ত্রী আসাদগেট থেকে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে বিআরটিসির নন-এসি দোতলা বাসে উঠেন। ৫০ মিনিট পর তিনি মতিঝিলে পৌঁছান। ভ্রমণকালে মন্ত্রী নিজেই যাত্রীদের সঙ্গে কথা বলেন। যাত্রীরা বাসের বিভিন্ন সিট ভাঙা এবং ফ্যান ও জানালায় পর্দা না থাকায় মন্ত্রীর কাছে অভিযোগ করেন। এরপর মন্ত্রী বিআরটিসির মতিঝিল ডিপোর পরিচালক (প্রকৌশল) ও ব্যবস্থাপককে কারণ দর্শানোর নোটিশ দেন।

এরপর ওবায়দুল কাদের সকাল ১১টা ৫০ মিনিটে ফার্মগেট থেকে আব্দুল্লাহপুরগামী বিআরটিসির (এসি) বাসে উঠেন।

ওই কর্মকর্তা আরও জানান, নানা অনিয়মের অভিযোগ পেয়ে দু’মাস আগে মন্ত্রী বিআরটিসির (এসি) বাস পরিদর্শন করেছিলেন। এবার বাসের পরিস্থিতি আগের তুলনায় ভালো।

Exit mobile version