Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

টিসিবির পেঁয়াজ কিনতে জগন্নাথপুরে দীর্ঘ লাইন ক্রেতাদের

টিসিবির মাত্র এক কেজি পেঁয়াজ কেনার জন্য সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ঢল নেমেছে ক্রেতাদের।

আজ রোববার সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত টিসিবির পেঁয়াজ বিক্রি করা হয়েছে ট্রাকে করে।

জগন্নাথপুর উপজেলা প্রশাসনিক ভবনের সামনে দীর্ঘ লম্বা দুই লাইনে দাড়িয়ে টিসিবির পেঁয়াজ কিনেছেন ক্রেতারা।
সকাল থেকে প্রশাসনিক ভবনের সামনে মানুষের ঢল নামে ৪৫ টাকা দরে টিসিবির পেঁয়াজ কেনার জন্য। ডিলার ট্রাকে করে পেঁয়াজ বিক্রি করছেন। প্রথক দিকে পেঁয়াজ কিনার জন্য কাড়াকাড়ি শুরু হয়। প্রথম দিকে ক্রেতারদের সামাল দিতে পুলিশকে হিমহিম খেতে হয়। তবে কিছুক্ষণ পর পুলিশের উপস্থিতিতে শান্তিপূর্ন পরিবেশে পেঁয়াজ কিনে বাড়ি ফিরেছেন ক্রেতারা। টিসিবির পেঁয়াজ কিনতে আসা নিকেশ বৈদ্য জানান, বাজারে ১৮০ টাকা থেকে ২০০ টাকা করে পেঁয়াজ বিক্রি হচ্ছে। সরকারিভাবে টিসিবির পেঁয়াজ কম দামে বিক্রি হবে শুনে এসে দীর্ঘ সময় লাইনে দাড়িয়ে থেকে অবশেষে এক কেজি পেঁয়াজ কিনেছি। কষ্ট হলেও ৪৫ টাকায় পেঁয়াজ কিনতে পেরে ভালো লাগছে।

সুলতান মিয়া নামে আরেকজন ক্রেতা জানান, বাজারে পেঁয়াজের ঝাঁজে আমরা অসহায় হয়ে পড়েছি। টিসিবির পেঁয়াজ কম দামে কিনেছি। এজন্য খুশি লাগছে। তিনি জানান, আমাদের মতো সাধারণ মানুষের দাবি টিসিবির পেঁয়াজ বিক্রি দীর্ঘ মেয়াদি করা হোক। এতে মানুষ উপকৃত হবে।

টিসিবির ডিলার ধনেষ রায় জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, আজ থেকে জগন্নাথপুরে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। আমরা তিনদিনের জন্য তিন টন পেঁয়াজ বরাদ্দ পেয়েছি। আজকে এক টন পেঁয়াজ বিক্রি হয়েছে। কাল সোমবার রানীগঞ্জ বাজারে এক টন এবং আগামী মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা সদরে আরো এক টন পেঁয়াজ বিক্রি করা হবে। তিনি বলেন, পেঁয়াজের বাজার এখনো অস্থিতিশীল। টিসিবির পেঁয়াজের চাহিদা মানুষের খুবই বেশি।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, মানুষ শান্তিপূর্ণ পরিবেশে টিসিবির পেঁয়াজ কিনেছেন। টিসিবির পেঁয়াজ আরো বরাদ্দ বাড়ানোর জন্য আমরা চেষ্ঠা করব।

Exit mobile version