Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

৪৫ টাকা কেজিতে পেঁয়াজ কিনতে রানীগঞ্জ বাজারে দীর্ঘ লাইনে ক্রেতারা

রানীগঞ্জ প্রতিনিধি ::
টিসিবির মাত্র এক কেজি পেঁয়াজ কেনার জন্য সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারে  সোমবার ঢল নেমেছিল ক্রেতাদের। এর আগে
গতকাল রবিবার জগন্নাথপুর উপজেলা পরিষদে ক্রেতাদের উপচেপড়া ভীড় দেখা যায়। রানীগঞ্জ বাজারে গতকাল সকাল ১০ টাকা বিকেল ৫ টায় পর্যন্ত টিসিবির পেঁয়াজ বিক্রি করা হয়েছে ট্রাকে করে। জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু টিসিবির পেঁয়াজ বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা,জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়,রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুন্দর আলী, সাধারন সম্পাদক ছদরুল ইসলাম, ডিলার ধনেশ রায়,সুহেল আহমদ উপস্থিত ছিলেন। এসময় ক্রেতাদের
রানীগঞ্জ বাজারে দীর্ঘ লাইনে দাড়িয়ে টিসিবির পেঁয়াজ কিনেতে দেখা গেছে।
টিসিবির ডিলার ধনেশ রায় জানান,  সোমবার রানীগঞ্জ বাজারে এক টন ও রোববার জগন্নাথপুর উপজেলা পরিষদের সামনে একটন পেঁয়াজ ৪৫ টাকা কেজিতে বিক্রি করা হয়। মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা সদরে আবারো আরো এক টন পেঁয়াজ বিক্রি হবে। তিনি বলেন, পেঁয়াজের বাজার এখনো অস্থিতিশীল। টিসিবির পেঁয়াজের চাহিদা মানুষের খুবই বেশি।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম বলেন, মানুষ শান্তিপূর্ণ পরিবেশে টিসিবির পেঁয়াজ কিনেছেন। টিসিবির পেঁয়াজ আরো বরাদ্দ বাড়ানোর জন্য আমরা চেষ্ঠা করব।

Exit mobile version