Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

টেকনাফে ১০২ ইয়াবা ব্যবসায়ীর আত্মসর্মপণ

জগন্নাথপুর২৪ ডেস্ক::
কক্সবাজারের টেকনাফে ১০২ ইয়াবা কারবারি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। এ সময় সাড়ে ৩ লাখ ইয়াবা, ৩০টি অস্ত্র ও ৭০ রাউন্ড গুলি জমা দেন তারা।
শনিবার সকালে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই অত্মসমর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বাংলাদেশকে ইয়াবামুক্ত করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যদি মাদকের সঙ্গে সংশ্লিষ্ট থাকে তাদের বিরুদ্ধেও প্রচলিত আিইনে ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় আত্মগোপনে থাকা ইয়াবা কারবারিদের কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আত্মসমর্পণকারী ইয়াবা কারবারিদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা করে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। তবে সরকারের পক্ষ থেকে তাদের আইনি সহায়তা দেওয়া হবে। আত্মসমর্পণকারীদের মধ্যে যদি কেউ আর্থিক ভাবে অসচ্ছল থাকে তাদেরও সহায়তা দেওয়া হবে। তবে তাদের বেশির ভাগই বিত্তবান। ইয়াবা কারবার থেকে আয় করা সম্পদ জব্দ করে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ‘সেফহোম’ থেকে বাসে করে আত্মসমর্পণ অনুষ্ঠানস্থলে নিয়ে আসা হয় ইয়াব কারবারিদের। পরে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে মঞ্চের পাশেই একটি কক্ষে রাখা হয় তাদের। তাদের পরনে স্বাভাবিক পোশাকই দেখা গেছে।
পরে সকাল পৌনে ১১টায় আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত হন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, উখিয়া-টেকনাফের সংসদ সদস্য শাহিন আক্তার, জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন ও সংসদ সদস্য জাফর আলম, সাইমুন সরোয়ার কমল ও আশেক উল্লাহ রফিক, জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসাইন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসেন ও টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশসহ আইনৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। শুরুতে বক্তব্যে রাখেন ওসি প্রদীপ।
পুলিশ জানায়, কক্সবাজার-টেকনাফ আরকান সড়ক যোগে তিনটি বাসে করে ‘সেফহোম’ থেকে টেকনাফে আত্মসমর্পণ অনুষ্ঠানস্থেলে আনা হয়।
তাদের মধ্যে রয়েছেন টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির চার ভাই আবদুল আমিন, আবদুর শুক্কুর, মোহাম্মদ সফিক ও মোহাম্মদ ফয়সাল, ভাগিনা সাহেদুর রহমান নিপু এবং বেয়াই শাহেদ কামাল। আরও রয়েছেন টেকনাফ সদরের এনামুল হক মেম্বার, ছৈয়দ হোসেন মেম্বার, শাহ আলম, আবদুর রহমান, মোজাম্মেল হক, জোবাইর হোসেন, নূরল বশর নুরশাদ, কামরুল হাসান রাসেল, জিয়াউর রহমান, মোহাম্মদ নুরুল কবির, মারুফ বিন খলিল ওরফে বাবু, মোহাম্মদ ইউনুছ, ছৈয়দ আহমদ, রেজাউল করিম, নুরুল হুদা মেম্বার, দিদার মিয়া, জামাল হোসেন মেম্বার, মোহাম্মদ শামসুসহ অনেকে।
অনুষ্ঠানে উপস্থিত উখিয়া-টেকনাফের সংসদ সদস্য ও সাবেক সংসদ আবদুর রহমান বদির স্ত্রী শাহিন আক্তার বলেন, এই আত্মসমর্পণ অনুষ্ঠানের মাধ্যমে টেকনাফ ইয়াবামুক্ত হবে। এটি আমাদের জন্য সু-খবর বয়ে আনবে।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আছাদুদ-জামান চৌধুরী বলেন, আত্মসমর্পণ অনুষ্ঠানটি ভাল উদ্যোগ। এতে করে ইয়াবা কমে আসবে। তবে এখনো যেসব ইয়াবা ব্যবসায়ী আত্মসমর্পণের আওতায় আসেনি তাদের গ্রেফতার করা হবে।
সুত্র-সমকাল

Exit mobile version