1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন

ট্রাম্পের নির্দেশ অমান্য করেই গাজায় বোমাবর্ষণ ইসরায়েলের, নিহত ২০

  • Update Time : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::

যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা প্রস্তাব হামাস আংশিকভাবে মেনে নিতে রাজি হওয়ার পর গাজায় হামলা বন্ধ করতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই নির্দেশ অমান্য করেই গাজায় আবার বোমাবর্ষণ করেছে ইসরায়েল। এতে অন্তত ২০ জন নিহত হয়েছে। খবর আল-জাজিরার

গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসিল বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ‘গতকাল রাতটি ছিল বেশ সহিংস। ওই সময় ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটি ও বিভিন্ন জায়গায় ব্যাপক বোমা হামলা চালিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানানো সত্ত্বেও তারা হামলা চালিয়েছে।’

গতকাল রাতের হামলায় ২০টি বাড়ি ধ্বংস হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে হামাস ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব মানার পর এবং ট্রাম্প গাজায় হামলা বন্ধের নির্দেশনা দেওয়ার পর গাজা সিটির মানুষ তাদের নিজ বাড়িতে ফেরা শুরু করে।

তবে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ‘গাজা সিটিতে আমাদের সেনারা এখনো অভিযান চালাচ্ছে। সেখানে ফেরা অত্যন্ত বিপজ্জনক। আপনার নিরাপত্তার জন্য, গাজার উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল এবং যেখানে সেনারা সক্রিয় রয়েছে সেখানে যাবেন না।’

ট্রাম্পের প্রস্তাবে হামাস শর্তসাপেক্ষে হ্যাঁ বলার পর গাজার সাধারণ মানুষ আশা দেখছেন আড়াই বছর ধরে চলা এ যুদ্ধ অবশেষে থামবে।
সৌজন্যে সমকাল

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com