Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ডুবছে হাওর ঝড়ছে কৃষকের চোখের পানি

সুহেল হাসান:: জগন্নাথপুর উপজলোর কলকলিয়া ইউনিয়নের গোরারগাঁও হামালহুতা হাওররে সোনালী ফসল পানির নিচে তলিয়ে গেছে । হামালহুতা ইটকলা বাঁধ ও কান্দিরকাল এর বাধ ভঙ্গেে তীব্র গততিে হাওরে প্রবশে করছে পানি। বাঁধ রক্ষার জন্য লোকজন সর্বোচ্ছ চেষ্ঠা চালিয়ে রক্ষা করতে পারে নি ফসল। তাই কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। আর কষ্টকরে ফলানো সোনার ফসল পানিতে ডুবে যাওয়ার দুঃখে ঝড়ছে কৃষকরে চোখের পানি । আব্দুল হক,আয়না মিয়া ,রফু মিয়া,রমা দাশ, নুরুল হক, করুনা সিন্ধু দাশ,আব্দুর নুর, ফরিক মিয়া,আলমঙ্গীর,রন দাশ, ফরন দাশসহ অসংখ্য কৃষক এর প্রায় ১০০ কেয়ার বোরো ফসল তলিয়ে গেছে । তাছাড়া গোরারগাঁও হামালহুতা হাওররে বাধের জন্য সরকারি কোন বরাদ্দ পাওয়া যায়নি । প্রতি বছর কৃষকরা নিজ উদ্যোগে বাধ নির্মাণ করে থাকেন।

Exit mobile version