Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে

জগন্নাথপুর২৪ ডেস্ক::

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে তারা সংঘর্ষে জড়ায়। তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিটি কলেজে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব ফুটওভার ব্রিজের নিচে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে অবস্থান নিয়েছেন। উভয়পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করছে। ওই সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে পুলিশের দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশের রমনা বিভাগের কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

Exit mobile version