Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ঢাকা বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক ::যৌন নিপীড়নকারী ছাত্রলীগ নেতাদের বহিষ্কারসহ তিন দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর দফায় দফায় হামলা চালিয়েছে ছাত্রলীগ। এতে অন্তত ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে আন্দোলনকারীদের উপর হামলা করে ছাত্রলীগ। এ সময় ছাত্রলীগের পক্ষে নেতৃত্ব দেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান। তারা অবরুদ্ধ থাকা ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামানকে উদ্ধার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পেছনে ও ছাত্রলীগ প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করছিল।
এর আগে মঙ্গলবার দুপুর ১২টার দিকে প্রশাসনিক ভবনস্থ ভিসি কার্যালয় ঘেরাও করেন সাধারণ শিক্ষার্থীরা। ঘেরাও কার্যক্রমে সাড়া না পেয়ে তারা প্রথমে প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর দ্বিতীয় ফটকের তালাও ভাঙেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা ভিসির কার্যালয়ের সামনে অবস্থান করে স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে- অধিভুক্ত সাত কলেজ বাতিলের দাবিতে শিক্ষার্থীদের উপর হামলা ও যৌন নিপীড়নকারী ছাত্রলীগ নেতাদের বহিষ্কার, প্রশাসনের করা নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের বিরুদ্ধে অজ্ঞাতনামা মামলা প্রত্যাহার, দায়িত্ব পালনে ব্যর্থ প্রক্টরের পদত্যাগ।

Exit mobile version