Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

তনু হত্যার বিচারের দাবিতে ফুঁসে উঠছেন দেশবাসী.জগন্নাথপুরে নিন্দার ঝড়

স্টাফ রিপোর্টার : কুমিল্লা সেনিনিবাসের ভেতর নাট্যকর্মী ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনুকে ধর্ষণ করে গলাকেটে হত্যার প্রতিবাদে বিক্ষুবে ফুঁসে উঠছে দেশবাসী। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে বর্বর এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। সুনামগঞ্জ ও জগন্নাথপুরে মানুষ নিন্দা জানিয়ে অভিলম্বে প্রকৃত ঘটনাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন। সেনানিবাসের মতো সুরক্ষিত এলাকায় এমন নির্মম ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেছে সাধারণ মানুষও। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জগন্নাথপুরের অনেকেই তনু হত্যার বিচার চেয়ে জোর প্রতিবাদ জানাচ্ছেন।
জানা গেছে কুমিল্লা টাউন হলে বিকেলে সংস্কৃতিকর্মী ও সাধারণ মানুষ জমায়েত হয়ে প্রতিবাদ সমাবেশ করবে। প্রতিবাদ হবে রাজধানী ঢাকার শাহবাগেও। রতিবাদ ক্যাম্পাসে দিনভর প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় প্রায় ৫ হাজার শিক্ষার্থী-সংস্কৃতিকর্মী এই প্রতিবাদী বিক্ষোভ সমাবেশে অংশ নেয়। ভিক্টোরিয়া কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষ সমাবেশে অংশ নেয়।
এ সময় ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশীদ বলেন, ‘তনু আমাদের মেয়ে। আমরা সবাই আমাদের মেয়ের হত্যার বিচার চাই। যে নির্মমভাবে তনুকে হত্যা করা হয়েছে। এর বিচার করতে হবে।’
ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের প্রধান উপদেষ্টা ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটোয়ারি বলেন, ‘নৈতিক জায়গা থেকেই এই আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করছি। এই হত্যার প্রতিবাদ করতে হবে সবাইকে
18842

ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সাবেক সভাপতি আল আমিন বলেন, ‘কুমিল্লা থেকে তনু হত্যার প্রতিবাদ শুরু হয়েছে। এই প্রতিবাদ সারা দেশে ছড়িয়ে দিতে হবে। তনু কুমিল্লার মেধাবী সংস্কৃতিকর্মী। খুন হওয়ার দুই দিন আগে ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের বার্ষিক বনভোজনে শ্রীমঙ্গল গিয়েছিলাম আমরা। তাকে এমন নৃসংশভাবে খুন করা হয়েছে। এটা মানতে পারছি না।’

এদিকে তনু হত্যার প্রতিবাদে ঢাকার শাহবাগে মঙ্গলবার বিকেলে প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়েছে তরুণ চলচ্চিত্র নির্মাতা শ্যামল শিশির। তিনি বলেন, ‘বিকেল ৫টায় তনু হত্যার প্রতিবাদে শাহবাগে জমায়েত হব আমরা। সবাইকে আহ্বান করছি তনু হত্যার প্রতিবাদে শাহবাগে আসার জন্য।’

গত রবিবার (২০ মার্চ) রাত ১০টায় কুমিল্লা ময়নামতি সেনানিবাসের অলিপুর এলাকায় একটি কালভার্টের কাছ থেকে পুলিশ নিহত তনুর লাশ উদ্ধার করে। এদিকে বর্বর এই ঘটনার নিন্দা জানিয়ে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন সুশীল সমাজের মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। নাট্য ব্যক্তিত্ব মানস রঞ্জেন রায় বলেন,এধরনের ঘটনায নিন্দা জানানোর ভাষা নেই। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জগন্নাথপুরের অসংখ্য মানুষ ঘটনার নিন্দা জানিয়েছেন।

Exit mobile version