Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

তনু হত্যার বিচারের দাবীতে নবীগঞ্জে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত

রাকিল হোসেন নবীগঞ্জ থেকে: নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় ঢাকা- সিলেট মহা সড়কে কুমিলা ভিক্টোরিয়া কলেজের মেধাবী শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে বৃহস্পতিবার আউশকান্দি স্কুল এন্ড কলেজের সামনে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে। ফুল অব লাইট সোসাইটির উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভায় শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি সহ হাজারো লোকের সমাগম হয় বিশাল এ মানববন্ধনে। ফুল অব লাইট সোসাইটির সদস্য রকি পারভেজ এর পরিচালনায় উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও আউশকান্দি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিবুর রহমান হারুন, মহিলা কাউন্সিলর জাকিয়া আক্তার লাকি, আউশকান্দি স্কুল এন্ড কলেজের প্রভাষক ইকবাল বাহার তালুকদার, বাংলা প্রভাষক শাহিনা আক্তার, ইংরেজী প্রভাষক ফাতেমা মুতালেব তালুকদার, ছাত্রদল নেতা শিহাব আহমদ, কামরুল হাসান বাবলু, ওসমানী স্মৃতি পরিষদের প্রতিষ্টাতা সভাপতি বদরুজ্জামান চানু, শওকত মিয়া, ব্যবসায়ী সুমন আহমদ প্রমূখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক আবু সিদ্দিক, এনটিভি প্রতিনিধি মুহিবুর রহমান চৌধুরী তছনু, বুলবুল আহমদ, সুলতান মাহমুদ, মিজানুর রহমান সুহেল, আবুল কালাম, আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ আব্দুর নুর, মেম্বার পদ প্রার্থী খালেদ আহমদ জজ, ফুল অব লাইট সোসাইটির সদস্য সুলতান আহমদ, মুনাঈম আহমদ, মুফাজ্জল হোসেন, শাহিন আহমদ, টিপু আহমদ, ইমরান আহমদ, জাবেদ আহমদ, নাসের আহমদ, রাজু আহমদ, ইমরান আহমদ ২, এহিয়া আহমদ, ফরহাদ আহমদ, জহির, নোমান, গুপাল, রুপন, হাসান সহ আউশকান্দি র, প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা, অবিলম্বে সোহাগী জাহান তনুর হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানানো হয়।

Exit mobile version