নিজস্ব প্রতিবেদক- মানিকগঞ্জের সিংগাইরের হয়ে গেল খনা পাঠচক্রের দ্বিতীয় আসর। শুক্রবার সিংগাইরের গোলাইডাংগা গ্রামে তাসলিমা জালাল মঞ্চ বাড়িতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী নানা আয়োজনে প্রাণ প্রকৃতি কৃষি জলবায়ু সংকট বিষয়ে খনা পাঠচক্রে আলোচনা গান ও মানুষের জীবনে খনার রেখে যাওয়া মূল্যবান বার্তা বিষয়ে দিনব্যাপী নানা আয়োজন ছিল। এবারের আয়োজনের বিষয় ছিল তাপদাহ উষ্ণতা ও খনার বার্তা।
এতে সুত্রাধার ও সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন লেখক গবেষক পাভেল পার্থ। আলোচনায় অংশ নেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্বর সহযোগী অধ্যাপক ও নাট্যকার আনন জামান, চলচ্চিত্রকার ও কৃষি গবেষক ব্রাত্য আমিন,নিরাপদ খাদ্য আন্দোলন কমী প্রযত্নের প্রধান সমন্বয়কারী ইকবাল হোসেন জুপিটার,শিক্ষক সঙ্গীত শিল্পী মুসা খলিল মুকুল, শিক্ষক শিকদার মাহমুদ, প্রাকৃতিক কৃষি কেন্দ্রের গবেষক ইফতেকার আলী,প্রাকৃতিক কৃষক আমিনা আনসারী,আমিনুল ইসলাম রাসেল,মাছরাঙা টেলিভিশনের রিপোর্টার মৌমিতা জান্নাত,সাংবাদিক অমিত দেব,স্হপতি মুহাম্মদ সুয়েব আল কাদরী চলচ্চিত্র কর্মী আহাদুল সিরাজ,খনাপাঠচক্রের স্হানীয় আয়োজক ইসলাম চাষবাস,বিথী ইসলাম ও সঙ্গীত শিল্পী ভ্রমনকর্মী কুয়াশা মুর্খ প্রমুখ
বিকেলে মুক্ত মঞ্চে কুয়াশা সত্য মুর্খ ও মুসা খলিল মুকুলের গানে গানে প্রাণবন্ত হয়ে উঠা আসর সন্ধ্যা ঘনিয়ে এলে বিদায়ী বার্তায় রূপ নেয়। লেখক গবেষক পাভেল পার্থ জানান, বর্তমান পৃথিবীতে যুদ্ধ মহামারি কৃষি জলবায়ু সংকট জনিত নানা সমস্যায় জর্জরিত। খনাপাঠচক্রের মাধ্যমে আমরা এসব সংকট উত্তোরনের পথ খুঁজে পাই। তিনি বলেন খনার বার্তাগুলো আবহমান বাংলার মানুষের স্বাস্থ্য, আবহাওয়া,কৃষি লোকায়িত জীবনের জ্ঞানের সন্ধান মিলে। তাই খনাপাঠ খুব জরুরি। নতুন প্রজন্ম কে এতে সম্পৃক্ত হওয়ায় আহ্বান জানান তিনি।
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক ও নাট্যকার আনন জামান বলেন, আগামী প্রজন্মের সবুজ ভবিষ্যৎ রচনায় খনা এবং বাংলার লোকায়ত সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নাই। খনাপাঠচক্র এতে বিশেষ ভূমিকা রাখবে।