জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিরাজগঞ্জের তাড়াশে ঘরের তালা ভেঙে একই পরিবারের তিন সদস্যের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে তাড়াশ পৌর এলাকার বারোয়ারি বটতলা মহল্লার নিজ বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- কালীচরণ সরকারের ছোট ছেলে বিকাশ সরকার (৪৫), তাঁর স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) ও মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পারমিতা সরকার তুষি (১৫)। নিহতের বড় ভাই প্রকাশ সরকার তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হত্যাকারীরা পরিকল্পিতভাবে গোপনে তাদের হত্যা করে ফ্ল্যাটে তালা লাগিয়ে দিয়ে যায়। এদিকে আত্মীয়-স্বজনরা দুই দিন যাবৎ তাদের খোঁজ না পেয়ে পুলিশকে খবর দেয়। অতঃপর পুলিশ সোমবার দিবাগত রাত ৩টার দিকে তালা ভেঙে ঘরের মেঝে ও বিছানায় তাদের মরদেহ পড়ে থাকতে দেখে। এ সংবাদ লেখা পর্যন্ত পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে।
সুত্র কালের কণ্ঠ