জগন্নাথপুর২৪ ডেস্ক::
তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইউনুস আলী কে গ্রেফতার করেছে পুলিশ। ইউনুস আলী উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের সাদেরখলা গ্রামের আব্দুর রহমানের ছেলে এবং আওয়ামী লীগের বহিষ্কারকৃত নেতা।
মঙ্গলবার বিকালে ইউনিয়ন পরিষদ সংলগ্ন কাউকান্দি বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
ইউপি চেয়ারম্যানের ছোট ভাই জিল্লুর রহমান জানান, তার ভাই নিজ বাড়ি থেকে সিলেট যাওয়ার পথে কাউকান্দি বাজার থেকে তাকে গ্রেফতার করে নিয়ে গেছে পুলিশ ।
তাহিরপুর থানার ওসি মো. দেলেয়োর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ৪ আগস্টে ছাত্র—জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা করা হয়েছে। এছাড়া সিলেটের একটি মামলার আসামিও তিনি।