Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

তাহিরপুরে করাতে হাত কেটে নিলো শ্রমিকের

তাহিরপুরে করাত কলে কাজ করার সময় এক শ্রমিকের হাতের কব্জি কেটে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বাণিজ্যকেন্দ্রে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে । গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। গুরুতর আহত করাত শ্রমিক উপজেলার বাদাঘাট (উঃ) ইউনিয়নের ননাই গ্রামের নাজির হোসেনের ছেলে আব্দুস ছাত্তার (২৮)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাদাঘাট বাজারের কাটপট্টির হোসেন আহমদ ওরফে হোসেন টেইলারের ছেলে সাইফুল ইসলাম সোহেলের মালিকানাধীন করাত কলে হেড মিস্ত্রি হিসেবে কাজ করতো ছাত্তার। প্রতিদিনের ন্যায় কাজ করতে গিয়ে হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে তার বাম হাত চলে যায় করাতের মধ্যে। এতে ছাত্তারের হাতের তিন আঙ্গুল সম্পূর্ণ আলাদা হয় এবং দুই আঙ্গুলের এক তৃতীয়াংশসহ পুরো কব্জি দু, ভাগে ভাগ হয়ে যায়।
তাহিরপুর থানার অফিসার ওসি মোহাম্মদ আতিকুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Exit mobile version