Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

তাহিরপুরে খেয়া নৌকা ডুবে স্কুল ছাত্রী নিখোঁজ

স্টাফ রিপোর্টার:: তাহিরপুরে রক্তি নদীতে খেয়া নৌকা ডুবে শারমিন আক্তার তুলি নামে ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী নিঁেখাজ হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৪ টায় বালিজুরী ইউনিয়নের বালিজুরী বাজারস্থ খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শারমিন আক্তার তুলি বালিজুরী ইউনিয়নের পুরানবারুংকা গ্রামের মহিম উদ্দিনের মেয়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই ছাত্রীর স্বজন ও এলাকাবাসী সবার সহযোগীতা নিয়ে নিখোঁজ ছাত্রীকে উদ্ধারে বিভিন্নভাবে নদীটিতে তল্লাশি চালিয়ে যাচ্ছে।

এলাকাবাসী জানায়, ধারণ ক্ষমতার অতিরিক্ত ছাত্রছাত্রী বোঝাইয়ের কারণে খেয়া নৌকাটি মাঝ নদীতে ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতরিয়ে তীরে উঠলেও ওই ছাত্রী নদীর পানিতে তলিয়ে নিঁেখাজ হয়ে পড়ে। এলাকাবাসীর ধারণা পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

বিদ্যালয় ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সুত্র জানায়, গতকাল বিকাল ৪ টায় বালিজুরী হাজী এলাহী বক্স উচ্চ বিদ্যালয় ছুটির হয়। এ সময় ওই বিদ্যালয়ের ছাত্রী নিখোঁজ শারমিন আক্তার তুলি সহপাঠীদের সঙ্গে বাড়ি ফিরছিল। পথে বালিজুরী বাজার সংলগ্ন খেয়া নৌকা দিয়ে রক্তি নদী পারি দিতে গিয়ে মাঝ নদীতে ডুবে যায়। এলাকাবাসী জানায় হাতে চালিত নৌকাটিতে এ সময় ছাত্রছাত্রী নিয়ে অতিরিক্ত বোঝাই হওয়ার কারণে ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতরিয়ে তীরে উঠলেও তুলি পানিতে তলিয়ে যায়। ঘটনার পর পরই হাজারো এলাকাবাসীর উপস্থিতিতে যুবকরা রক্তি নদীর পানিতে জাল নৌকা দিয়ে তল্লাশি শুরু করেছে।

Exit mobile version